আমাদের কথা খুঁজে নিন

   

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস বিকল একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন বাসযাত্রী নিহত হন। এ ঘটনায় বাসের ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চালকের সহকারী আকবর হোসেন (৫৫), বাসযাত্রী জিয়াসমিন আক্তার (৩৫) ও কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আশরাফুল ইসলাম (৬৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ওই বাসটি ফরিদপুরের আটরশি দরবার শরিফ থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল।

ভোর পাঁচটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে দাঁড়ানো একটি বিকল ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের সহকারীসহ তিনজন নিহত হন।
পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


দুর্ঘটনার কারণে মহাসড়কের একটি লেনে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জয়নাল আবেদীন প্রথম আলো ডটকমকে জানান, বাসটিতে ৬৫ থেকে ৭০ জন যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে। বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।