মুন্সীগঞ্জ : চাঁদা না পেয়ে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ বিক্ষোভ মিছিল করেছে ভবেরচর হিন্দু সম্প্রদায়ের লোকজন।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বজিৎ গোস্বামী নামের এক সাব কন্ট্রাকটর গজারিয়া উপজেলার ভবেরচর দক্ষিণপাড়া এলাকার ৪০টি বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এতে একই এলাকার ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাহাদাত হোসেন ও দলীয় কর্মী ইমরানের নেতৃত্বে কয়েকজন বিশ্বজিতের বসত-ঘরে হামলা চালায়। এ সময় তাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
সূত্র আরো জানায়, বিষয়টি পুলিশকে জানানোর পর জড়িতরা গ্রেফতার না হওয়ায় ভবেরচর দাসপাড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে গজারিয়া থানা ঘেরাও করে।
এদিকে, কন্ট্রাকটর বিশ্বজিৎ বাদি হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আসামি করে গজারিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। পুলিশ ভবেরচর ব্র্যাক অফিস সংলগ্ন ছাত্রলীগ নেতা শাহাদাতের দোকানে গিয়ে তাকে পায়নি। তবে তদন্ত শেষে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
এই হল দেশের রাজনীতির অবস্থা। তাহলে কি পুলিশও এর নেপথ্য ভুমিকা পালন করছে।
শুধু মাত্র একটি দল কে কাদা মেরে রাজনীতির ফায়দা আর কতো দিন লুটা যাবে। মনে হচ্ছে মেরে জুতা দান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।