আমাদের কথা খুঁজে নিন

   

(আসুন দেখি নিই কিভাবে ঘোষিত হয় হরতাল)

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

(লিটনচন্দ্র ভৌমিকের ফেইসবুক স্ট্যাটাস থেকে) আবারও ৬০ ঘণ্টার টানা হরতাল :: //ম্যাডামঃ ফকা, কালকে ‘মানববন্ধন’ কর্মসূচি দি ? ফক্রুলঃ না ম্যাডাম, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না; আমার ডায়বেটিস; কিছুক্ষণ পরপর তলপেট ভইরা যায়; চাপ দ্যায়। আর বেশিক্ষণ দাঁড়ালে আমার সুগার ফল করে। আর ম্যাডাম, মানববন্ধনে দাঁড়ালে সবাই আমারে নিয়া হাসাহাসি করে। হরতাল দেন; দেখাইয়া দিমুনে।

। //ম্যাডামঃ ‘পাপিয়া’ কালকে বিকেলে ‘সংবাদ সন্মেলন’ করি কেমন; আসতে পারবা ? পাপিয়াঃ না ম্যাডাম; বিকালে ‘সাথ নিভানা সাথিয়া’ দেখবো। গোপীর নতুন রিলেশনশিপ দেখাবে; যা জোস হবে। । ম্যাডামঃ তাহলে সন্ধ্যায়? পাপিয়াঃ সন্ধ্যায় আবার ‘ইস পেয়ার কো কিয়া নাম দু’ সিরিয়ালটা।

কালকের পর্বটাতে খুশি আর আরনবের ছাড়াছাড়ি হবে; যা কষ্টের; মিস দিতে পারুম না। বিকালে মণিও এই পর্ব দেখার জন্য আমার বাসায় আসবে। হরতাল দেন; সকালে মাঠ গরম করমু, বিকালে-সন্ধ্যায় সিরিয়াল দেখমু। । //ম্যাডামঃ ফারুক কালকে ‘মিছিল’ দিলে কেমুন হয়? ফারুকঃ এতো লোক পামু কোই? সবাইকে একসাথে একজায়গায় আনা-নেয়া! ম্যাডাম, মিছিল মানে ঝামেলা; আগে কে থাকবে, পড়ে কে থাকবে তা নিয়ে মারামারি ।

। রিজভী মিছিলের শুরুতে আগে থাকে; পুলিশ আসলে আমারে সামনে রাইখা পিছনে চইলা যায়; লাঠিসব আমার পাছায় । । স্লোগান দেয়ার লোকও নাই; আর আমি স্লোগান দিলে, কেউ ফিডব্যাকও দেয় না; আমি মিছিল হলে থাকুম না। হরতাল দ্যাণ; হরতালে আমার পারফরমান্স দারুন।

। //ম্যাডামঃ কালকে ‘বড় সমাবেশ’ করলে কেমন হয়? রিজভীঃ একসাথে এতো লোক; এটা কি শাহবাগ পাইছেন? কি দেইখা আইবো? সাকারে আর খোকারে নাচাইবেন? লোকজন কে আনবে? গতবার আমি কারওয়ান বাজার, কমলাপুর বস্তি থেকে ভাড়া কইরা আনছি। আমি কালকে পারমু না । । গত সমাবেশে আমারে বক্তৃতা দিতে দেয় নাই; দুইদিন ধইরা আমি মুখস্ত করছি।

খোকা মাইক ফেলে ছাড়ে না। হরতাল দেন, আছি । । //ম্যাডামঃ কালকে ‘পদযাত্রা’ রাখলে কেমন হয়? খোকাঃ আমি হাত্তে পারমু না; আমার চিপায়-চাপায় ব্যথা। ডানপায়ে পানি জমছে।

ডাক্তার বলছে আমার বিলিরুবিনে সমস্যা আছে। আমি রেস্ট নিমু কালকে । । ওসমানী উদ্যান হইলে হাঁটা যায়। আমি সচিবালয়ের দিকে রোদে হাত্তে পারমু না।

রোদে হাঁটলে আমার চান্দি গরম হইয়া যায়। হরতাল দেন; বাসা থেকে সন্ধ্যায় বের হমু আর বলমু –‘হরতাল সফল হইসে’। । //ম্যাডামঃ জামাতি ভায়েরা কালকে অবরোধ রাখলে কেমন হয়? -মাথা খারাপ হইছে আপনার? শীতকাল আসতেছে, গরম প্রোগ্রাম দেন। পুলাপাইন আতশবাজি ককটেল ফুটাইয়া আনন্দ করবার চায়।

পুরা দেশে হাজার হাজার ট্রেন, লাখ-লাখ ট্রাক-বাস এসব অবরোধ কিভাবে করবো? এটা কি ঊনসত্তরের গনঅভুথান, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন পাইছেন? তারছে সহজ কয়েকটা গাড়ি জ্বালাইয়া ......। । /// ম্যাডামঃ ওকে দেশ-জাতি চায় আমরা হরতাল দি। তাহলে সমস্ত জনগনের সন্মতিক্রমে আগামীকাল হরতাল; ষোলকোটি জনগন আমাদের সাথে আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.