আমাদের কথা খুঁজে নিন

   

সর্বসাধারনের জন্য গুগলের আরেকটি যুগান্তকারী পণ্য - মাত্র ২৪৯ ডলারে স্যামসাং ক্রোমবুক

প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই প্রযুক্তিকে সাধারন্যের হাতের নাগালে আনার জন্য গুগলের ক্রমাগত প্রচেষ্টার আরেকটি ফসল ক্রোমবুক। যদিও গুগল তাদের পন্যটি দিয়ে এর আগেরবার আশানুরুপ ফল পায়নি তবু হাত গুটিয়ে থাকবার পাত্র যে গুগল নয় তা আরেকবার প্রমান করলো। কিছুদিন আগেই তাদের আরেকটি পন্য নেক্সাস-৭ ট্যাব দিয়ে ইতিমধ্যে বাজার মাত করার পর আবার তারা নিয়ে এলো নতুন ক্রোমবুক। মাত্র ২৪৯ ডলারের এই ল্যাপটপটি সব ধরনের সুযোগ সুবিধাই রেখেছে। এটিই হচ্ছে ARM প্ল্যাটফর্মের প্রসেসরযুক্ত প্রথম ল্যাপটপ।

এছাড়াও নতুন এই ক্রোমবুকটিতে আছে ডুয়াল-কোর এক্সিনোস ৫ ডুয়াল ৫২৫০ প্রসেসর। এটির ডিসপ্লে রেজোলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। মেমোরি আছে ২ জিবি। আর এর ধারনক্ষমতার জন্য ১৬ জিবি ফ্ল্যাশ মেমোরি আর সাথে গুগলের ড্রাইভের ১০০ জিবি পর্যন্ত ব্যবহারের সুযোগ। অর্থ্যাৎ আপনাকে ডাটা সংরক্ষন করতে সাহায্য নিতে হবে ক্লাউড ষ্টোরেজের।

এতে পোর্ট আছে তিনটি। একটি 1 x USB 3.0 port , আরেকটি হলো 1 x USB 2.0 port এবং HDMI। এছাড়া এসডি কার্ড স্লট, ওয়াই-ফাই সুবিধা এবং ব্লু-টুথ সুবিধাতো থাকছেই। আর গুগল কর্তপক্ষ জানিয়েছে, একবার চার্জে ক্রোমবুকের ব্যাটারির স্থায়িত্ব হবে ৬ ঘন্টা। আর সন্দেহাতীতভাবে এতে আছে ক্রোমের নিজস্ব অপারেটিং সিষ্টেম।

আর এতে থাকছে 3G নেটওয়ার্কিংয়ের সুবিধা। যদিও ইউএস মার্কেটের জন্য আরও $80 খরচ করলেই ভেরিজন এ সুবিধা প্রদান করবে। তবে আমাদের দেশে এটি কাজ করবে না। তবে আপনি যদি এটিকে আপনার ট্যাব কিংবা প্যাডের বিক্ল্প হিসেবে ভাবতে চান সেক্ষেত্রে এটি আমাদের দেশে সম্ভব নয়। তবে গুগল শেষ পর্যন্ত তাদের নতুন এই অপারেটিং সিষ্টেমকে কতটা জনপ্রিয় করতে পারে তাদের সুলভমূল্যে অসাধারন সব পণ্য অফার করে সেটিই এখন দেখবার বিষয়।

কেননা, ডেক্সটপ এবং ল্যাপটপে এখনও উইন্ডোজ কিংবা লায়ন এক্স এর জনপ্রিয়তা আকাশচুম্বি। সবশেষে, স্যামসাং ক্রোমবুক একটি ভাল পণ্য বাজেটের দিক থেকে এবং এটি ব্রাউজিং আর ওযেবে কাজ করার জন্যও অসাধারন বিশেষ করে গুগল(সার্চ-ইন্জিন) ভক্তদের জন্য  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।