আমাদের কথা খুঁজে নিন

   

এবার ইন্টারনেট থেকে আয় হবেই হবে ।ইন্সটারনেট থেকে সহজে আয় করুন–কিছু গুরত্ত পূর্ণ টিপস। আশা করি আপনাদের কাজে লাগবে।

হ্যাঁ ইন্টারনেট এ আয় করা এখন স্বপ্ন নই সত্যি। আমরা জানি অনলাইনে আয় এর জন্য odesk,elance অনেক ভালো। এগুলোর পাশাপাশি বাড়তি কিছু আয় হলে ক্ষতি কি। তাই আমি আজ আপনাদের একটা ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যেটা থেকে প্রতিদিন কিছু ডলার আয় করতে পারবেন। এখন আসি কাজের কথাই।


প্রথমে রেজিস্টার এর জন্য এখানে ক্লিক করুন
নিচের স্ক্রিনশট দেখে কাজ গুলো শেষ করেন।

তারপর

সুবিধাঃ ১. আপনি $2 হলে ক্যাশ করতে পারবেন।
2.আপনি Payza দিয়ে ক্যাশ করতে পারবেন।
payza অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে রেজিস্টার করুন।
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট এর Terms of Service দেখতে পারেন।


*****আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাড পেতে এখানে ক্লিক করুন।
আমরা সবাই চাই internet থেকে আয় করতে। ওয়েবসাইট থেকে আয় করার সবথেকে ভাল উপায় হল google adsense.কিনতু যে কোনো কারনেই হোক
adesnse এখন সহজে aprove হচছে না। যে কোন কারনেই হোক adesnse account aprove হওয়া এখন অনেক কঠিন হয়ে গেছে।
তাই বলে কি হাল ছাড়া ঠিক হবে।

কখনোই না ।
যাইহোক, গুগল adsence এর চেয়ে একটি ভাল এড কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিব। যা দিয়ে adsence এর থেকে ভাল আয় করতে পারবেন। আর কোম্পানি টির নাম হল Cbeckads। এখান থেকে আপনি প্রতি ক্লিক এ $1 আয় করতে পারেন।


কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে আমার দেখা সবচেয়ে ভালো এ্যাড নেটওয়ার্ক এটা। যে কোন ব্যাপারে (হোক সেটা সাইট এ্যাপ্রুভাল কিংবা কোন কমপ্লেইন) ওরা মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উত্তর দিয়ে থাকে। সেই সাথে রয়েছে ২৪ ঘন্টার স্কাইপ সাপোর্ট! আমার জানামতে অন্য কোন এ্যাড নেটওয়ার্ক এমনটা করে না।
তাই, দেরী না করে এ্যাডসেন্স এর বিকল্প হিসেবে ব্যবহার করে দেখতে পারেন।
এখন ধাপে ধাপে নিম্নের কাজ গুলো সম্পন্ন করুন-
-এখানে  Registration কাজ সম্পন্ন করুন।


-তারপর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
-আপনার ওয়েবসাইট এ কোড এড করুন।
আপনার যেকোন প্রয়োজন জানাতে দ্বিধা করবেন না ।
কমেন্ট করুন সবাইকে অনেক ধন্যবাদ ।
সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।


সবাইকে ধন্যবাদ । দেখা হবে পরবর্তী টিউনে।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.