আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ড ক্রিকেট টীমের প্রতি একটা উড়োচিঠি

জীবনের আর্তচিৎকার

কি চান্দু, কি ভাবছিলা... সাকিব-তামিম নেই বলে আজ তোমরা জিতে যাবে! ভাবেছিলে ৩০০ রানের উপরে টার্গেট দিলেই বাংলাদেশ হেরে যাবে! মুসফিককে আউট করে সস্তির নিঃশ্বাস নিয়েছিলে! নাকি ভেবেছিলে বাংলাদেশের খারাপ খেলে! নাকি ভেবেছিলে সিরিজ জিতছে বলে তোমাদের বাংলাওয়াশ [বাংলা ধোলাই] না দিয়েই ছেড়ে দেবে! তাইলে শুনে রাখ, বাঙালী এমন একটা জাতি যারা নয় মাস যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। ত্রিশলক্ষ তাজা প্রান বিসর্জন দিয়েছে মাতৃভূমির জন্য। এরাই দীর্ঘ চার বৎসর আন্দোলন করেছে তার মাতৃভাষার জন্য। বাংলাদেশ ক্রিকেট টীমের কাছেই একবার তোমরা প্যাঁদানি খেয়েছিলে। বাংলাদেশ ক্রিকেট টিম আর সেই ১৯৯৯ বা ২০০১এর মত নেই যে ১০০ রানে অলআউট হয়ে যাবে।

পৃথিবীর এক নাম্বার অল-রাউণ্ডার কিন্তু বাংলাদেশেরই। So, আবার বাংলাদেশে আসার আগে ১০বার চিন্তা করে আসবা, কারন এইবার বাংলাওয়াশ হওয়ার পরেও যদি আবার আসো তখন কিন্তু হাড়-হাড্ডি জায়গামত থাকবে না। ঠিকাচ্ছে মাম্মা। ও ভালোকথা, বাঘকে কিন্তু সাইনবোর্ড দিয়ে চিনানো লাগে না। গর্জনেই তার আসল সাইনবোর্ড।

অবশ্য এটা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। থাক আর কিছু বলব না অনেক বলছি। ভাল থেকো, নিরাপদে থেকো আর হ্যাঁ বাঘ থেকে ১০০ হাত দূরে থেকো বলাতো যায়না বেঘোরে প্রাণটাও যেতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.