আমাদের কথা খুঁজে নিন

   

ফেলোশিপসহ ফ্রি ইউরোপিয়ান কোর্স

তোমারে বন্দনা করি স্বপ্ন-সহচরী লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না-পাওয়ারতৃষ্ণা-জাগানিয়া! তোমারে বন্দনা করি…. হে আমার মানস-রঙ্গিণী, অনন্ত-যৌবনা বালা, চিরন্তনবাসনা-সঙ্গিনী!

ফেলোশিপসহ ফ্রি ইউরোপিয়ান কোর্স ভাল জিনিস সবারই ভাল লাগে আর মন্দ জিনিস কে-ই বা নিতে/পেতে চায় বলুন? আর এক এক জনের ভাললাগার বস্তু হয় এক এক রকম। তবে যদি কোন ভাল জিনিস এএএএকদম বিনামূল্যে/ফ্রি.......তে পাওয়া যায় তাহলে সেটা পরখ করে দেখতে তো দোসের কিছু্ নেই আপনি কি বলেন? তাই একটা ভাল জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মধ্যে যারা অনলাইনে সম্পূর্ণ বিনা করচে আন্তর্জাতিক মানের কোর্স করে ফেলোশিপসহ আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পেতে চান তাদের জন্যই এই পোস্ট। আর আমি নিজেও এখানে একটি কোর্স করতেছি তাই নিজের অভিজ্ঞতা থেকে বলছি এখানের কোর্স গুলো বেশ সাজানো গোছানো আর সুন্দর। মোটামুটি মানের ইংরেজী জানা/বোঝা যেকোন লোকই এখান থেকে তার পছন্দমত একটি কোর্স করে পেতে পারেন ফেলোশিপসহ আন্তর্জাতিক মানের সার্টিফিকেট।

আই-ভার্সিটি নামে জার্মানভিত্তিক একটি সংস্থা পৃথিবীজুড়ে তরুণ-তরুণীদের জন্য এই কোর্স চালু করেছে। এখানে যারা আপনার শিক্ষক/গাইড লাইনার হিসেবে কাজ করবেন তারা বিশ্বের নামি-দামি/স্বনামধ্যন্য বিশ্ববিদ্যালয় হতে তাদের পোষ্ট গ্রাজুয়েশন অথবা পি এইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন এবং অনলাইন টিচিংএ অভিজ্ঞতা সম্পন্ন। আর আমাদের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশর মানুষের জন্য এদের আন্ডারে কোর্স করা মনে হয় ভালই হবে। আর এদের অর্থায়নে আছে জিআইজেড এবং ইইউসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এখানে আছে, HTML5, ডিজাইনের বেসিক কোর্স, ওয়েব ইঞ্জিনিয়ারিং,সাইবার সিকিউরিটি কোর্স,মোবাইল এইচটিএম৫ অ্যাপ্স, ফিউচার অব স্টোরি টেলিং (যারা সাংবাদিকতায় আছেন বা সাংবাদিক হতে চান তাদের কাজে লাগতে পারে),ইউরোপিয়ান গ্লোবাল গভর্ননেন্স স্টাডিজ,সোশ্যাল এন্টারপ্রেনারশিপ,ডিএনএ স্ট্রাকটার টু থেরাপি, পলিটিক্যাল ফিলোসফি, এছাড়াও আপনার যদি ইউনিক এবং এমন কোন আইডিয়া থাকে যা দিয়ে বদলে দিতে চান সারা পৃথিবী তাহলে তা বাস্তবায়িত করার কৌশল শিখে নেন।

Do school নামের একটি কোর্স আছে সেটা করে। এই সাইটের কোর্স তালিকায় প্রবেশ করতে এখানে ক্লিক করু্ন। অথবা সরাসরি চলে যান এই লিন্কে https://iversity.org/courses?r=83bfc কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যেই করা যাবে। তাই চাইলে এখনই রেজিষ্ট্রেশন করে ফেলতে পারেন। তবে আমার কথায় সন্দেহ হলে সাইটের বিভিন্ন্ বিষয়গুলো ভালকরে পড়ে বুঝে-শুনে তারপরই না হয় রেজিষ্ট্রেশন করেন।

ভয় নেই এখান থেকে আপনার ই-মেইলে কোন রকম বিজ্ঞাপনওয়ালা মেসেজ আসবে না। কেবল আপনার কোর্স সম্পর্কিত কোন বিষয়ের জন্য ‍দু’একটা দরকারি মেসেজ আসবে। আমারা ফেজবুক বা এরকম সামাজিক ওয়েব সাইটে প্রতিদিন অনেক সময়-ই তো ব্যয় করে থাকি। যদি এই রকম একটা কোর্স করতে গিয়ে আমাদের একটু সময় খরচ হয় আর আমরা যদি কিছু শিখতে পারি তা মন্দ কিসে? এই কোর্স করতে বেশি সময় দিতে হবে না। এখানে যারা আপনার শিক্ষক/গাইড লাইনার হিসেবে কাজ করবেন তারা বিশ্বের নামি-দামি/স্বনামধ্যন্য বিশ্ববিদ্যালয় হতে তাদের পোষ্ট গ্রাজুয়েশন অথবা পি এইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন।

আর আমাদের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশর মানুষের জন্য এদের আন্ডারে কোর্স করা মনে হয়না যে খারাপ হবে। আমরা তো মেধা, মনন, সৃজনশীলতায় কোন জাতীর চেয়ে কম নই। আমাদের শুধু সুযোগের অভাব, আমরা আমাদের দারিদ্রতার কারনেই হয়তো পিছিয়ে আছি এছাড়া আর কি? আমরা এমন একটা জাতী যাদের ইতিহাস,ঐতিহ্য,মেধা,সাহস কিংবা সৃজনীশক্তি কোনো জাতীর চেয়ে কম নয়। তবে আমার মনে হয় যে জিনিসটার অভাব আমাদের সবচেয়েবেশি তা হল সহযোগিতার মনোভাব । আমাদের হিংসা করার প্রবনতা অনেক বেশি মনে হয়।

আমার জন্য যে জিনিসটা ভাল আমি যেটায় লাভবান হই তা আর কেউ পাক বা সেই একই সুবিধা আরেকজন ভোগ করুক এটা আমরা সহজে মেনে নিতে পারিনা। আর এটাকেই আমাদের উত্তরণের প্রধান অন্তরায় বলে আমার মনে হয়। বি:দ্র: এখানে কিছূ কোর্স আছে যা জার্মান ভাষায় যেহেতু আমর বাঙালি আর জার্মান ভাষা জানা লোকতো নাই বললেই চলে তাই দেখে শুনে ইংরেজী কোর্স করতে পারেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।