আমাদের কথা খুঁজে নিন

   

আমার সংগীতপ্রেম/ ফাঁপরবাজি ~৩য় খন্ড

দৈনন্দিন জীবনে যা ঘটছে মাঝে দিনলিপি আকারে ঐগুলা নিয়েই লিখবো ভাবছি.। জানি আপনারা পড়বেন। কিন্তু পড়ার সময় মনে রাখবেন এটা আমার ডায়েরী। আমার চিন্তা ভাবনায় যা আসে নির্দ্বিধায় লিখবো। এটা নিয়ে কারো সাথে কোন ঝগড়া করার ইচ্ছা আমার নাই।

ঘাঁড় ধরে পড়াচ্ছিনা। মেরিট শো দিয়ে তো ভাইদের নিজরে পড়ে গেলাম। পরের বছর হঠাৎ আন্তঃহাউস সঙ্গীত প্রতিযোগিতায় হাউস থেকে আধুনিক গানে পাঠানোর কথা বলে ভাইরা আমারে যখন অডিটোরিয়ামে প্র্যাকটিসের জন্যে পাঠাইলেন তখন টিনের চালে কাক আমি তো অবাক অবস্থা! যাই হোক, ওইবার আধুনিকে যৌথভাবে প্রথম হয়ে গেলাম। "কফি হাউসের সেই আড্ডাটা" আমার অদৃষ্টই পালটে দিলো বুঝতে পারিনি তখন। শুধু এটুকু বুঝতে পারসিলাম যে আমি সুর জিনিসটা আমার ভিতর আর দশজনের একটু বেশি খেলে।

দশম শ্রেনীতে উঠতে উঠতে আরও কয়েকবার স্টেজে উঠা হলো। একসময় স্টেজ ভীতি জিনিস্টাই কেটে গেলো। কলেজের স্যাররা প্যারেন্টস ডে তে আব্বু-আম্মুকে প্রায়ই বলতেন, "আপনার ছেলেকে গান শিখান। ও ভালো গায়। " কিন্তু আমার বাবার ছিলো এক কথা, "গান-বাজনা করে ভাত পাওয়া যায় নাকি এদেশে?" SSC পরীক্ষার পর ভাইয়া (আমার একজনই বড় খালাত ভাই, তাকেই আপন ভাইয়ের মত জানতাম তখন) বললো, "আমার গিটারটা তো আমি ধরিই না।

তুমি নিয়ে নাও না। " হাতে পেলাম জীবনের প্রথম গীটার। আমার জীবনে আব্বুর কাছ থেকে আমি কখনো কোন মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের জন্য কিছু পাইনি। ভাইয়া গীটারটা না দিলে হয়তো কখনো এমন হইতো না জীবনটা। Givson Crown গীটারটা আমার অবসরগুলোকে পালটে দিলো! ..................♣....................... আজ ১১ বছর পর আমি আমার নিজের আয়ে জীবনের প্রথম গীটারটা কিনসি।

কিন্তু সেই Givson Crown টা আমার জীবনের সবচেয়ে উল্যেখযোগ্য বস্তুগুলোর মধ্যে একটা থাকবে সবসময়। ওটা আমার রুমের বাইরে থাকে এখন। আশা করছি খুব তাড়াতাড়ি বিক্রী হয়ে যাবে। সায়ন্ত অনেক বলে ওটা বিক্রী না করতে। বলে, "ভাই, ওইটা রাইখা দেও।

তোমার জীবনের প্রথম গীটার। একদিন মিস করবা ঐটা। " বোকাটা বুঝেনা অর্থাভাব সব নস্টালজিয়ার নেশা কাটিয়ে দেয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।