আমাদের কথা খুঁজে নিন

   

আমার সংগীতপ্রেম/ ফাঁপরবাজি ~২য় খন্ড

দৈনন্দিন জীবনে যা ঘটছে মাঝে দিনলিপি আকারে ঐগুলা নিয়েই লিখবো ভাবছি.। জানি আপনারা পড়বেন। কিন্তু পড়ার সময় মনে রাখবেন এটা আমার ডায়েরী। আমার চিন্তা ভাবনায় যা আসে নির্দ্বিধায় লিখবো। এটা নিয়ে কারো সাথে কোন ঝগড়া করার ইচ্ছা আমার নাই।

ঘাঁড় ধরে পড়াচ্ছিনা। যেটা কইতেসিলাম, ৮ম শ্রেনীর মেরিট ফাংশন-এ প্রথম "আমি তো মরে যাবো" গাইলাম। It was funny though. কিন্তু ক্যাম্নে জানি ভাইরা এইটা নিয়া খুব মজা পাইলো। অনুষ্ঠানটার কাহিনীটাও ছিলো বেশ মজার। তখন Inter Cadet College Music & Literature Meet এ অংশগ্রহনের জন্যে কলেজ টীম সব instrument নিয়ে চলে গেসে এক মাসের জন্যে অন্য কলেজে।

এদিকে আমাদের ব্যাচের প্রথমবারের মত সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে কালচারাল প্রোগ্রাম করার নোটিস এসেছে । আর্মি রুল, যা বলা হইসে করতে হবে। ক্যামনে করবা সেটা তোমাদের headech । ... "দরকার হলে পয়দা কর !" কি আর করা ? সবাই গেলাম অডিটোরিয়ামে। অন্যান্য ইভেন্ট রেডি করা যাবে।

কিন্তু আমাদের যারা গান পার্টি (দুয়েকজন ছাড়া বাকীরা আমরা কেউ কখনো আগে "গা" ও বলিনাই জীবনে) তারা GreenRoom-e গিয়ে পড়সি পুরা ফাঁপরে। দেখি, পুরাতন (১৯৮০-র পর ব্যবহৃত হয়নাই) একটা তিন অক্টেভের ব্যাটারীচালিত কীবোর্ড এবং তাকের ঊপর তুলে রাখা সেই একই সময়ের ভাঙ্গা ড্রাম সেট ছাড়া আমাদের শ্রদ্ধেয় অগ্রজরা কিছুই রেখে যাননি। ভাবতেসি জীবনের প্রথম কালচারাল ফাংশন গান ছাড়াই করতে হবে আমাদের... এমন সময় সম্ভবত মুনতাসীর( ও ছাড়া আর কারো এমন জোশ থাকার কথা না...অনেক আগের কাহিনী, তাই guess করেই লিখছি। ) বলল, "যা আছে তাই দিয়ে করে ছাড়বো। " কোত্থেকে যেন একগাদা সাহস এলো।

মাথায় বুদ্ধিরাও খেলতে শুরু করলো। মনে হল, "আরেহ! ব্যাটারী কিনে আনলেই তো হয়। ক্যাডেট কলেজের তো বাজেটের অভাব নাই। " ---ব্যাস! দেখতে দেখতে দিন শেষে সন্ধ্যায় ব্যাচের বাকীরা দেখলো ক্ষুদে ম্যাকগাইভাররা কিভাবে যেনো দড়ি দিয়ে বাইন্ধা ড্রাম সেট খাড়া করায় ফেলসে ব্যাটারী দিয়ে কীবোর্ড চালায়ে প্র্যাকটিসও শুরু করসে। "আমি তো মরে যাবো" --- মেহেদীর এই তৎকালীন জনপ্রিয় গানটাই ছিলো আমার করা জীবনের প্রথম গান।

গ্রুপ মিউজিকের প্রতি তখনি একটা ভালোলাগা জন্মেছিলো। ... কে জানতো এই ভালোলাগাই জীবনটা বরবাদ করে দেবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।