আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩/ Digital Film Making Workshop 2013 এর বিস্তারিত তথ্য...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

শূন্য থেকে মহাশূন্য চলচ্চিত্রময় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩ কর্মশালাটি তিনটি পর্যায়ে বিভক্ত থাকবে প্রথম পর্যায়: চলচ্চিত্র অনুধাবন পর্ব এ পর্বে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, জনপ্রিয় চলচ্চিত্র, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চিত্রগ্রহণ, শব্দ ও সংগীত, সম্পাদনা, চলচ্চিত্র নির্মাণে ৩৫ মিলিমিটার প্রযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তি, নিরীক্ষা এবং প্রামাণ্য চলচ্চিত্র, চলচ্চিত্র ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ের তত্ত্বীয় ধারণা প্রদান করা হবে। দ্বিতীয় পর্যায়: হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ এ পর্বে চিত্রনাট্য লেখা, অভিনয় প্রশিক্ষণ, শিল্পনির্দেশনার খুঁটিনাটি, চিত্রগ্রহণের যাবতীয় বিষয়, আলোর ব্যবহার, শব্দ ও সংগীতের ব্যবহার, সম্পাদনার কৌশলসমূহ, চলচ্চিত্র ব্যবস্থাপনাসহ চলচ্চিত্র নির্মাণ-সংশ্লিষ্ট সকল বিষয়ের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। এ পর্বে প্রত্যেক শিক্ষার্থী একাধিক প্রস্তুতিমূলক চলচ্চিত্র নির্মাণ করবে। তৃতীয় পর্যায়: চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণপর্ব এ পর্বে শিক্ষার্থীদের লেখা চিত্রনাট্য হতে নির্বাচিত চিত্রনাট্য অবলম্বনে শিক্ষার্থীরাই চলচ্চিত্র নির্মাণ করবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ মূল্যায়নের মাধ্যমে তৃতীয় পর্যায়ের চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণ পর্বের প্রডাকশন টিম গঠন করা হবে।

চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণপর্বে মোট ৫টি চলচ্চিত্র নির্মিত হবে। চলচ্চিত্র প্রদর্শনী প্রত্যেক সেশনে বিষয়-সংশ্লিষ্ট নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী থাকবে। কর্মশালায় প্রশিক্ষক থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, আলোকচিত্রশিল্পী ও চিত্রগাহক আনোয়ার হোসেন, নাট্যজন লিয়াকত আলী লাকী, চিত্রগ্রাহক মাকসুদুল বারী, সম্পাদক সাজ্জাদ জহির, শব্দ-প্রকৌশলী রতন পাল, নাট্যকার আজাদ আবুল কালাম, নির্মাতা ইয়াসমিন কবির, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা নুরুল আলম আতিক, নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, শিল্পী রাহুল আনন্দ, শিল্পী সব্যসাচী হাজরা, নির্মাতা রাজীবুল হোসেন, নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, স্থপতি রাজন দাশ, আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু, ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব এবং নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল। কর্মশালা পরিকল্পক ও সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন কর্মশালার মেয়াদ ও সময় কর্মশালার মেয়াদ ৪ মাস। সপ্তাহে দুই দিন।

শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। কর্মশালার ফি ১৫,০০০ টাকা কর্মশালা শুরু হবে ২০ ডিসেম্বর ২০১৩ কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০১৩ নিবন্ধনের জন্য যোগাযোগ (প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত) কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা ভবন, নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা ১০০০ ফোন: ০১৬৭৫ ৩৩৮৬২২, ০১৮১৫ ১১০২৮২, ০১৬৭৫ ৬৪২৭৭৭, ০১৬৮৫ ৩০৪৭২২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.