আমাদের কথা খুঁজে নিন

   

একখানা প্রেমের অকালপ্রয়ান (বেদনাবিধুর রম্য-2)



একটা নোকিয়া আশা হ্যান্ডসেট এবং তিনবার তরুনীর বান্ধবীদের উদরপূর্তির বিনিময়ে অতিকষ্টে তরুনীকে পটাইয়া ফেলিল এক রোমিও! পটানোর দুই দিন পর প্রেমিকার কল আসিল,, প্রেমিকা-এই কল কর তো! প্রেমিক-তুমাকে কল কে করতে বলছে জানু?!আমিই করতেছি!...কেমন আছ,দুপুরে ভাত খাইছ,কী দিয়া খাইছ,,মাছে কাঁটা কয়টা ছিল?!!:O প্রেমিকা অনেক কষ্টে বাংলিশ ভাষায় আস্তে আস্তে উত্তর দিল।এরপর বলল,"তুমি আমাকে কতটুকু ভালবাস?!" প্রেমিক--আফ্রিকা মহাসাগরে(!) যতটা জল আছে ঠিক ততটা ,,,তুমি আকাশের বিশালতা পরিমাপ করতে পার কিন্তু আমার ভালবাসা তুমি পরিমাপ করতে পারবেনা (যাহার অস্তিত্ব নাই তাহা পরিমাপ কেম্নে করবে-এইটা প্রেমিকার মাথায় আসিলনা!" অতঃপর প্রেমিক প্রেমিকা পরস্পরের চুমোর শব্দ শুনিল!:* __কিছুদিন পর_ পার্কে চুম্বন,,সিনেমা হলে টিপ্পন & অন্য একটি নির্জন পরিবেশে**** কার্য সম্পাদিত হইল!!;-) তিনমাস পর.. প্রেমিকা গত তিনদিন ধরে কল করে যাচ্ছে...প্রেমিকের খবর নাই!! হঠাত্‍ প্রেমিক ফোন রিসিভ করে-"এই,, আমি বিজি!পরে ফোন করি!" এরপর মোবাইল বন্ধ! দুই সপ্তাহ পর.. প্রেমিক-এই তোমাদের ক্লাসে বিলকিস নামেয় কোন মেয়ে আছে?!মেয়েটা কেমন?! প্রেমিকা-সুন্দরী&ক্লাসের ফার্স্ট গার্ল! প্রেমিক-ঠিক আছে,,রাখি!! ঐ দিন থেকে প্রেমিকের ফোনে কল করলে এক নারী কন্ঠ শোনা যায়--"আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহুর্তে বন্ধ আছে।.....ধন্যবাদ!" অবশেষে প্রেমিকা তাহার ডায়েরীতে লিখিল- "এ পৃথিবীতে আফ্রিকা মহাসাগর এবং ভালবাসা দুটোই অলীক বস্তু!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।