আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ সালে শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কুল কারমান তার পুরস্কারের টাকা থেকে ৫ লক্ষ ডলার ইয়েমেনের শান্তি আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের জন্য দান করলেন।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

তাওয়াক্কুল কারমান ২০১১ সালে ইয়েমেনের শান্তিতে নোবেল বিজয়ী। ঐ বৎসর শান্তিতে তিনজন নারী নোবেল বিজয়ীদের মধ্যে তিনি একজন। অন্য দুইজন হচ্ছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলিন জনসন এবং একই দেশের বিখ্যাত সমাজকমী লিমাহ গোবে। নারীদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলনের জন্য তাদেরকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

কারমান এর মূল আন্দোলন ছিল প্রেসিডেন্ট সালেহ্ এর শাসনের বিরুদ্ধে। এমনকি নোবেল কমিটি ২০১১ সালের অক্টোবর মাসে যখন কারমানকে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করে তখনও সালেহ সরকার ক্ষমতায় ছিল। তাছাড়া কারমানের নিকট যখন এ খবরটা পৌঁছায় তখনও তিনি ইয়েমেনের রাজধানী সানা'য় আন্দোলনরত ছিলেন। উল্লেখ্য যে, তাওয়াক্কুল কারমান হচ্ছেন প্রথম আরব মহিলা যিনি শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন। ৩৪ বছর বয়সী কারমান বলেন, এটা আমার কর্তব্য আমার অর্জন দ্বারা নারীদের স্বাধীনতা, তাদের প্রতি ন্যায় বিচার ও সমতার নিশ্চয়তা বিধানের মাধ্যেমে ইয়েমেনে একটি সত্যিকার সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

আর সে কারণেই এই নোবেল বিজয়ী তার পুরস্কারের ৫ লক্ষ ডলার ২০১১ সালে ইয়েমেন শান্তি আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের জন্য দান করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে তার নোবেল শান্তি পুরস্কারের ১.৪ মিলিয়ন ডলার দান করেছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।