আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ান ওপেনে সিদ্দিকুরের দারুণ সূচনা

দিল্লি গলফ ক্লাবে ১২ লাখ ৫০ হাজার ডলারের এই টুর্নামেন্টে বৃহস্পতিবার ছয়টি বার্ডির সাহায্যে পারের চেয়ে ছয় শট কম খেলেন সিদ্দিকুর।
আক্রমণাত্মক খেলে কোনো 'বগি' (কোনো হোলে পারের চেয়ে এক শট বেশি খেলা) না করে প্রথম রাউন্ড শেষ করেন সিদ্দিকুর।
সিদ্দিকুর জানান, কয়েকদিন আগে মালায়শিয়ায় সিআইএমবি ক্লাসিকে খ্যাতনামা গলফার কিগান ব্র্যাডলি ও বুবা ওয়াটসনের সঙ্গে খেলে আক্রমণাত্মক খেলার কৌশল শিখেছেন।
"তারা (ব্র্যাডলি ও ওয়াটসনের) খুব আক্রমণাত্মক খেলে। বেশিরভাগ খেলোয়াড় বলে মেরে খেলতে পারে, কিন্তু সবাই তাদের মতো খেলতে পারে না।

এর পর থেকে আমি বেশি আক্রমণাত্মক খেলার চেষ্টা করছি। মনে হচ্ছে, তার ফল পাওয়া যাচ্ছে। "
দিল্লি গলফ ক্লাবে ২০১১ সাল থেকে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে ছয় বার সেরা দশের মধ্যে ছিলেন সিদ্দিকুর।
"এ গলফ কোর্সে আমার অনেক প্রিয় স্মৃতি রয়েছে। এটা আমার অন্যতম প্রিয় গলফ কোর্স।

আমি সবসময়ই এখানে খেলতে ভালোবাসি। আশা করছি, আগামী রাউন্ডগুলোও ভালো খেলবো। "
প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ২১ থেকে ২৪ নভেম্বর বিশ্বকাপ গলফে খেলবেন সিদ্দিকুর। বিশ্বকাপের প্রস্তুতি নিতে ১০ নভেম্বর পর্যন্ত হিরো ইন্ডিয়ান ওপেনে খেলার পর ১৪ থেকে ১৭ নভেম্বর মেলবোর্ন মাস্টার্স গলফ টুর্নামেন্টে খেলবেন সিদ্দিকুর।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.