আমাদের কথা খুঁজে নিন

   

ঝাড়ির নাম বাবাজি।

http://www.facebook.com/Kobitar.Khata

বৌ এর মোবাইলে জিরো ব্যালেন্স। 50 টাকা পাঠানোর 20 মিনিট পর চেক করে দেখি 35 টাকা হাওয়া। অথচ কোন কল করা হয়নি। মাথা গেল নষ্ট হয়ে। দিলাম কাষ্টমার কেয়ারে কল।

কল দিয়ে এটার জন্য এত চাপুন, ওটার জন্য অত চাপুন করে 2 মিনিট চাপাচাপির পর কাষ্টমার কেয়ার ম্যানেজারকে পাওয়া গেল। - এয়ার টেল থেকে .... বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? -- আমি কিছুক্ষণ আগে 50 টাকা রিচার্জ করেছি, এখন ব্যালেন্স মাত্র 15 টাকা। আমার টাকা গেল কই? - দুঃখিত স্যার, একটু সময় দিন, চেক করে জানিয়ে দিচ্ছি। -- ওকে... কিছুক্ষণ পর... - সময় দেয়ার জন্য ধন্যবাদ স্যার... -- ওকে -স্যার, আপনার নাম্বারে টক টু মি নামে একটি সার্ভিস চালু করা আছে, সেটার জন্য এই টাকা কাটা হয়েছে। -- আপনারা ধান্ধাবাজি ব্যবসা শুরু করেছেন, তাই না? বিভিন্ন এসএমএস দিয়ে, বিভিন্ন কি তে চাপ পড়ে যাতে এমন সার্ভিস চালু হয় তেমন ধান্ধা শুরু করেছেন।

আমি তো কোন সার্ভিস চালু করিনি, টাকা কাটবে কেন? - দুঃখিত স্যার, আমি কি সার্ভিস টি বন্ধ করে দেব? -- বন্ধ তো করবেনই, সেই সাথে টাকাও পেরত দেবেন। -ওকে স্যার, আপনি যেহেতু বলছেন ইচ্ছে করে সার্ভিস চালু করেন নি সেহেতু এক ঘন্টার মধ্যে আপনার টাকা ফেরত যাবে। --ওকে, ধন্যবাদ। (বলেই ঘ্যাচং করে লাইন কেটে দিলাম। ) 20 মিনিট পর ব্যালেন্স চেক করে দেখি 59.10 পয়সা।

ঝাড়ি খেয়ে 9.10 পয়সা বেশী দিয়ে দিয়েছে। রাম ঝাড়ি একেই বলে, ঝাড়ির নাম বাবাজি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।