আমাদের কথা খুঁজে নিন

   

রেডি হনঃ বাড়িভাড়া বৃদ্ধির মৌসুম চলে এসেছে



আবার বাড়িভাড়া বৃদ্ধির মৌসুম চলে এসেছে। গত কিছুদিন ধরেই বাড়ীওয়ালার আচার, আচরণ, ব্যবহারে আমরা বুঝতে পাড়ছিলাম বাসা ভাড়া বাড়বে। কিন্তু বাড়ী মালিক মুখ ফুটে কিছু বলছিলেন না; কিন্তু আমরা বুঝতে পারছিলাম বাড়িভাড়া বৃদ্ধির নোটিশ ইজ কামিং। অবশেষে নভেম্বর মাসের ৪ তারিখের সকালে ভাড়া রসিদের সাথে সেটা এলো। না! খুব বেশী ভাড়া এবার বাড়েনি, মাত্র ১৭% এবং সেটা ২০১৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে কার্যকরী। গত বছরও একই সময় বেড়েছিল মাত্র ২১%! এই ‘মাত্র’ কথাটা কিন্তু আমার না? এটা বাড়ি মালিকের বক্তব্য। এই শব্দটা যখন আমাদের সামনে পেশ করা হবে; তখন আমাদের তা হাসিমুখে স্বীকার করতে হবে, “হ্যাঁ ভাই, আপনার কথাই ঠিক- জিনিষপত্রের দাম যা বেড়েছে”! কথার ফাঁকে ভাড়াটিয়াদের মধ্যে বেয়ারা কোন ভাড়াটিয়া যদি মুখ ফসকে বলে ফেলেন, ভাই এটা খুব বেশী হয়ে গেল না? তাহলে সাথে সাথে বেয়াদবের জন্য ফরমান জারি হবে, না পোষালে অন্য বাসা দেখেন! আমি টু-লেট টাঙ্গাইলাম। এটা শুনে আর কি বলা যায়? কোনমতে ‘কোঁত হাঁসি’ মুখে ফুটিয়ে তুলে মাথা নিচু করে দরবার থেকে চলে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে নিষ্ফল ফালাফালি ছাড়া! তাই বলছি- ভাই তাড়াতাড়ি রেডি হন বাড়িভাড়া বৃদ্ধির মৌসুম চলে এসেছে। মূল ব্লগ এখানে ... ৭/১১/২০১৩, রাতঃ ১০.৩০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।