আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবে বৈধতা পেলেন ১৪ লাখ ভারতীয়

ভারত সরকার দাবি করেছে, দেশটির সময়োচিত পদক্ষেপের কারণে সৌদি আরবে কর্মরত ১৪ লাখ ভারতীয় নাগরিক বহিষ্কার হওয়া থেকে রক্ষা পেয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব মৃদুল কুমার নয়াদিলি্লতে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, সৌদি আরব বিদেশি শ্রমিকদের বৈধ কাগজপত্র সংগ্রহের যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আমরা সে সময়সীমাকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি। ভারতীয় নাগরিকদের বৈধ কাগজপত্র সরবরাহ করার জন্য রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় আমাদের কনস্যুলেট একটি বড় ধরনের প্রজেক্ট হাতে নিয়েছিল। এটি ভারতের জন্য একটি 'সীমাহীন সাফল্য' বলে আমি মনে করি।

সৌদি আরব সরকার দেশটিতে কর্মরত অবৈধ বিদেশি শ্রমিকদের কাগজপত্র বৈধ করার জন্য দ্বিতীয়বার সে সময়সীমা বেঁধে দিয়েছিল তার মেয়াদ শেষ হয় গত ৩ নভেম্বর। সৌদি সরকারের নয়া 'নিতাকাত' আইনের আওতায় দেশটিতে কর্মরত ১৫ লাখ ভারতীয়র মধ্যে এক লাখ ৩০ হাজারের দেশে ফিরে যাওয়া অবধারিত হয়ে গিয়েছিল।

কিন্তু নয়াদিলি্ল এসব শ্রমিকের কাগজপত্র বৈধ করার উদ্যোগ নেয় এবং এ ব্যাপারে রিয়াদের সহযোগিতা লাভ করে। সৌদি আরবে কর্মরত ভারতীয় নাগিরকদের সন্তানদের লেখাপড়ার জন্য আরব দেশটিতে ১?০টি ভারতীয় স্কুল রয়েছে। এসব স্কুলের ছাত্রছাত্রীদের লেখাপড়া যাতে বিঘি্নত না হয় সে লক্ষ্যেও নয়াদিলি্ল কাজ করেছে বলে দাবি করেন মৃদুল কুমার। এনডিটিভি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.