আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে মেয়রের গ্যারেজে আটকে রেখে করপোরেø

বরিশালের মেয়র আহসান হাবিব কামালের বাসভবনের গাড়ির গ্যারেজে আটকে রেখে সিটি করপোরেশনের এক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। করপোরেশনের বনায়ন শাখার কর্মচারী আবদুল করিম অভিযোগ করেন, মঙ্গলবার তিনি নগরীর রাজা বাহাদুর সড়ক এলাকায় কর্মরত অবস্থায় সেখানে যান মেয়র কামালের বাসভবনে কর্মরত করপোরেশনের অপর কর্মচারী মো. বাবুল। বাবুল এ সময় সাবেক সিটি মেয়র ও সদর আসনের বর্তমান এমপি শওকত হোসেন হিরন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। করিম এর প্রতিবাদ করলে এ নিয়ে তার সঙ্গে বাবুলের বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। সেখান থেকে বাবুল চলে যাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন লোক এসে করিমকে মেয়রের কথা বলে তার বাসভবনে ডেকে নেন। করিম মেয়র কামালের কালুশাহ্ সড়কের বাসভবনে গেলে বাবুলসহ কয়েকজন তাকে বাসভবনের গ্যারেজে নিয়ে আটকে মারধর করে। এ ঘটনায় অভিযুক্ত বাবুলের শাস্তির দাবিতে করিমসহ তার সহকর্মীরা গতকাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানে করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.