আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণ অবৈধ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণকে অবৈধ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পশ্চিম তীরের বেথেলহেম শহরে বুধবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণকে যুক্তরাষ্ট্র সবসময় অবৈধ বলেই মনে করে। কেরি আরও বলেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে- এ ধরনের অবৈধ বসতি নির্মাণের কাজকে উপেক্ষা করে কিংবা তা গ্রহণ করে ফিলিস্তিনিরা আলোচনায় ফিরে আসতে পারে না। প্রসঙ্গত, তিন বছর পর গত জুলাই মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে নতুন করে কথিত শান্তি আলোচনা শুরু হয়। তবে এবারও সেই বসতি নির্মাণকে কেন্দ্র করে আলোচনা ভেঙে গেছে। এএফপি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।