আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাটু যখন মাইক!

বর্তমানে বাজারে ছোট-বড় নানা ধরনের মাইক্রোফোন কিনতে পাওয়া যায়। তবে প্রযুক্তিপণ্য নির্মাতা মটোরোলা এমন একটি মাইক্রোফোন তৈরির জন্য পেটেন্ট আবেদন করেছে যা উলকি হিসেবে গলায় বসানো থাকবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এ তথ্য জানিয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১৪ সাল হতে যাচ্ছে পরিধেয় প্রযুক্তিপণ্যের। স্মার্ট ওয়াচ বা প্রযুক্তি সুবিধার হাতঘড়ি, স্মার্ট গ্লাস বা আধুনিক প্রযুক্তির চশমা, ব্রেসলেটসহ নানা পণ্য আগামী বছর বাজারে আসতে পারে।

অ্যাপল, গুগল মাইক্রোসফটের মতো এক ডজনের বেশি প্রতিষ্ঠান পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করছে। স্যামসাং, নকিয়ার মতো প্রতিষ্ঠানগুলো নমনীয় স্মার্টফোন আনতে কাজ করছে। এ তালিকায় নতুন প্রযুক্তিপণ্য হিসেবে যুক্ত হতে পারে মটোরোলার তৈরি ট্যাটু বা উলকি।
যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে মটোরোলার আবেদনে বলা হয়েছে, তাদের তৈরি ট্যাটু ব্যবহারকারীর গলায় লাগানো হবে যা মানসম্পন্ন শব্দ ধারণ করতে কাজ করবে। এ ট্যাটু মোবাইল যন্ত্রের সঙ্গে ব্লুটুথ, এনএফসির মতো প্রযুক্তিতে সংযোগ স্থাপন করবে।

এ ট্যাটু সরাসরি মানুষের বাক যন্ত্র থেকে ভাইব্রেশন বা কম্পন শনাক্ত করবে বলে কণ্ঠস্বর ধারণ করার সময় শব্দ দূষণ হবে না।
এ উলকিতে পাওয়ার সাপ্লাই, অ্যানটেনা, গ্রাহক যন্ত্র ও ডিসপ্লে বসানোর সুবিধাও থাকবে।

কণ্ঠস্বর ধারণ করা ছাড়াও এ উলকি মিথ্যা শনাক্তকরণ প্রযুক্তি ও পশু নজরদারিতে রাখার প্রযুক্তি হিসেবে ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত, এর আগে মটোরোলা পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে ট্যাটু প্রযুক্তির কথা জানিয়েছে। মটোরোলার গবেষকেদের তৈরি বিশেষ এ উলকি ত্বকের ওপর আঁঁকা এক ধরনের সার্কিটের মতো।

এতে কোনো ব্যাটারির প্রয়োজন পড়ে না। স্মার্টফোনের সঙ্গে থাকা বিশেষ ট্যাটু শনাক্তকরণ প্রযুক্তি এ ট্যাটু শনাক্ত করতে সক্ষম হবে। যুক্তরারে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ডি১১ সম্মেলনে মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহারকারীকে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্ত রাখতে বিশেষ ট্যাটু ও বিশেষ ধরনের পিল নিয়ে কাজ করছে মটোরোলা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।