আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্রিপশন

কানে বিভিন্ন ধরনের রোগ

দেখা দেয়। যেমন- কানে কম শোনা, কান দিয়ে পুঁজ পড়া, কানে ব্যথা, ইনফেকশন, কোনো কিছু ঢোকা, রক্ত জমা, কানের পর্দা ফাটা ইত্যাদি। এই রোগগুলো কখনো কখনো খুবই মারাত্দক পর্যায়ে যেতে পারে, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা না হয়। শিশুদের মধ্যে কানে পুঁজ প্রায়শই দেখা দেয়। হাম জ্বরে ভোগার পরও কানে পুঁজ হতে পারে।

এসব সমস্যাকে অবহেলা করলে স্থায়ীভাবে বধিরতা দেখা দিতে পারে এবং রক্তপুঁজ সৃষ্টি হয়ে মারাত্মক রোগে পরিণত হয়। পূর্ণবয়স্কদের কানে পুঁজ দেখা দিলে চিকিৎসকরা বধিরতার পূর্ব লক্ষণ মনে করেন। আবার জ্বর অথবা কোনো কর্ণস্রাব ছাড়া যে সূচিবিদ্ধ তীব্র ব্যথা কানে হয়, তাকে সাধারণত কর্ণশূল (otalgia) বলে। ঠাণ্ডা থেকেও এটি দেখা দেয়। তাই প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেওয়া ভালো।

ডা. সৈয়দ জাহেদুল আলম

রেপারেটরি এক্সপার্ট

ফোন : ০১৭২০৯০৮১৫৭

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।