আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্রিপশন

লিভারের রোগ হলে বিভিন্ন উপসর্গ দেহে পরিলক্ষিত হয়। তবে সবচেয়ে বেশি উপসর্গ পরিলক্ষিত হয় জিহ্বায়। জিহ্বার পরীক্ষা দ্বারা সহজেই লিভারের রোগ বোঝা যায়। যেমন- জিহ্বা হলদে লেপাবৃত হলে পিত্ত সংক্রান্ত রোগ ও নিঃসরণের অভাব; জন্ডিস, পিত্ত পাথুরি, হেপাটাইটিস বি-ভাইরাস প্রভৃতি দেখা যায়। জিহ্বা কালচে লেপাবৃত হলে অত্যন্ত অশুভ এবং তা লিভারের জটিল সমস্যা বোঝায়।

ছাড়া লিভারে বিভিন্ন রোগ দেখা যায়- লিভার প্রদাহ (Hepatitis), লিভার শীর্ণতা জন্ডিস (Joundice), হেপাটো সেলুলার কারসিনোমা বা ক্যানসার (Cancer)। লিভারের ঠিক নিচে থাকে গল ব্লাডার। এতে পাথুরী (Stone) এবং ক্যানসারের মতো রোগ দেখা দেয়। এসব প্রদাহ দীর্ঘদিন স্থায়ী হলে লিভারেও ক্যানসার হতে পারে। অন্যান্য ক্যানসার থেকে লিভারের ক্যানসার বেশি আশঙ্কাজনক।

শুরুতেই যদি চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে লিভারের যে কোনো সমস্যা থেকে বিনা অপারেশনে অতি সহজে আরোগ্য লাভ করা যায়।

 

অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ

কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, ঢাকা।

ফোন : ০১৯২৮-৭০৫০৩০

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।