আমাদের কথা খুঁজে নিন

   

আমরা সবাই নিরাপত্তাহীন: রিজভী

বিরোধী দলের ‘নিরাপত্তাহীন’ কর্মীদের পাশে দাঁড়াতে মানবাধিকার কর্মী ও সংগঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
নতুন করে তিন দিনের হরতাল আহ্বানেরে প্রেক্ষাপটে শীর্ষনেতাদের গ্রেপ্তারের পর শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব।
পুলিশি বেষ্টনির মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতাদের মধ্যে এখন শুধু রিজভী রয়েছেন।   পুলিশ কোনো কর্মীকে সেখানে ঢুকতে দিচ্ছে না।
শুক্রবার বিকালে হরতালের ঘোষণা দেয়ার পর রাতে গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া ও আব্দুল আউয়াল মিন্টু এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে।


হরতালের মধ্যে দলীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী (ফাইল ছবি)। এর প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর ভোররাতে দলীয় কার্যালয়ে ঢোকেন বিএনপি নেতা রিজভী।
হরতালের মধ্যে দলীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী (ফাইল ছবি)।
তিনি সাংবাদিকদের বলেন, “রাত সাড়ে ৩টার দিকে অনেক কষ্টে পুলিশের দৃষ্টি এড়িয়ে নয়া পল্টনের কার্যালয়ে ঢুকেছি।
“গভীর রাতে আমি যখন প্রেসক্লাব থেকে বেরুতে যাই, তখন পুলিশ ধাওয়া করে।

এরপর থেকে কার্যালয়ের স্টাফদের কাছে তারা (পুলিশ) আমার খোঁজ-খবর নিচ্ছে। আমাকে হুমকি দিচ্ছে। এই অবস্থায় আমি নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ”
“কেবল তাই নয়, যেভাবে সারাদেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, তারা সবাই নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আমি দেশের সব মানবাধিকার সংস্থা, গণমাধ্যম ও আইনজীবীদের কাছে আইনি সহায়তা চাচ্ছি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.