আমাদের কথা খুঁজে নিন

   

বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসী সুমন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধে কনস্টেবল কাইয়ুম হত্যা মামলার আসামি সুমন মিয়া ও তিন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। আহত ডিবি সদস্যরা হলেন- এসআই মাসুমুর রহমান, কনস্টেবল শফিক ও মিজান। শনিবার ভোররাতে খুলশী থানাধীন আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আকতার জানান, কনস্টেবল কাইয়ুম হত্যা মামলার আসামি সুমনকে গ্রেফতার করতে গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা।

এ সময় ডিবি ও সন্ত্রাসীদের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে সন্ত্রাসী সুমন মিয়া ও তিন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের পুলিশ লাইন হাসপাতালে এবং সুমনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে ডিবি ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, চার বোতল বিয়ার, একটি ছুরি ও জুয়া খেলার তাসের প্যাকেট উদ্ধার করে।

প্রসঙ্গত, ৩ নভেম্বর সকালে টাইগারপাসের আমবাগান এলাকায় বাটালি হিলে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বাসভবনের নিরাপত্তাকর্মী কনস্টেবল কাইয়ুমকে খুন করেন সন্ত্রাসীরা। এ সময় আহত হন আরও তিন পুলিশ কনস্টেবল। ঘটনার পর ১১ জন নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে খুলশী থানায় মামলা করে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.