আমাদের কথা খুঁজে নিন

   

লাশের ওপর দিয়ে কাউকে ক্ষমতায় যেতে দেব না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে চলমান সংকটের কবলে পড়ে প্রতিদিন মানুষ আহত, নিহত ও পঙ্গু হচ্ছে। একগুঁয়েমির কারণে এসব হত্যাকাণ্ডের দায় বর্তমান সরকারকেই নিতে হবে।

পরিবেশ তৈরি না করে মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চাইলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে। নির্বাচনের প্রস্তুতিকে প্রহসন উল্লেখ করে চরমোনাই পীর বলেন, উদ্দেশ্যমূলক ও পাতানো নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নেবে না। চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন গতকাল ওলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে পীর সাহেব আরও বলেন, আমরা আল্লাহ তালার খলিফা হিসেবে ইবাদত মনে করে রাজনীতি করি। মন্দের ভালো ফতোয়া দিয়ে মুসলমানকে বিভ্রান্ত না করতে ওলামায়ে কেরামদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, পরিবেশ হলে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটিমাত্র প্রতীক থাকবে সেটি হলো 'হাতপাখা'। কোনো জোটে না গিয়ে হাতপাখা প্রতীকে ইসলামের পক্ষে এককভাবে ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। একতরফা নির্বাচন প্রতিহত করতে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.