আমাদের কথা খুঁজে নিন

   

শাকিবের প্রযোজনায় 'হিরো-দ্য সুপারস্টার'

এবার 'হিরো-দ্য সুপার স্টার' রূপে বড় পর্দায় আসছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। অভিনয় ক্যারিয়ারের প্রায় ১৬ বছরে খান, ডন, প্রেমিক, দেবদাসসহ বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন এই শীর্ষ নায়ক। নায়করাজ রাজ্জাক ও সালমান শাহ এর পরে শাকিব খানই একমাত্র নায়ক যিনি অপরিসীম অভিনয় দক্ষতা দিয়ে অতি সহজে সব শ্রেণীর মানুষের ভালোবাসার নায়কে পরিণত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে ঢালিউডে রাজত্ব করছেন। শাকিব অভিনীত চলচ্চিত্র মানেই বঙ্ অফিসে ঝড় ওঠা। মন্ত্রমুগ্ধের মতো প্রেক্ষাগৃহে দর্শক ছুটে যাওয়া।

নায়ক হিসেবে এই সাফল্যের পাশপাশি দীর্ঘদিন ধরে দর্শক-ভক্তদের তার প্রতি অনুরোধ ছিল তিনি যেন নির্মাণে আসেন। অবশেষে সবার ইচ্ছে পূরণ করতে আসছেন তিনি। এবার প্রযোজক হিসেবে অভিষেক ঘটল তার। শাকিবের প্রথম প্রযোজনায় নির্মাণ হবে চলচ্চিত্র 'হিরো-দ্য সুপার স্টার'। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে শুরু হবে এর শুটিং।

চলচ্চিত্রটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। পাণ্ডুলিপি তৈরি করছেন কাশেম আলী দুলাল। রোমান্টিক, ফান, অ্যাকশান ধর্মী গল্পের এ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা অপু বিশ্বাস ও ববি। এতে শাকিব খানই হচ্ছেন হিরো দ্য সুপার স্টার। শাকিব খান বলেন, আন্তর্জাতিক বাজারে মুক্তির বিষয়টি মাথায় রেখেই উন্নত প্রযুক্তিতে চলচ্চিত্রটি নির্মাণ হবে।

সে ক্ষেত্রে বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের চলচ্চিত্র হবে এটি। তিনি জানান, চিত্রায়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে অত্যাধুনিক অ্যালেঙ্া ক্যামেরা। পোস্ট প্রোডাকশনের কাজ হবে মুম্বাই অথবা থাইল্যান্ডে। বহির্দৃশ্য ধারণ করা হবে লন্ডন এবং স্কটল্যান্ডে। ১৪ ফেব্রুয়ারি শুটিং শুরু হয়ে টানা একমাস এখানে কাজ চলার পর লন্ডন ও স্কটল্যান্ডে নির্মাণ কাজ সম্পন্ন হবে।

আগামী বছরই কোনো উৎসব পার্বণে মুক্তি পাবে 'হিরো- দ্য সুপার স্টার'। চলচ্চিত্রটির বিশ্ব পরিবেশনার দায়িত্বে থাকবে শাকিব খানের প্রযোজনা সংস্থা এস কে ফিল্মস। শাকিব খান বলেন, ঢালিউডকে পূর্ণতা দিতে এবং দর্শক-ভক্তদের অনুরোধে দীর্ঘদিন ধরে নির্মাণে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। আজ নিজের ও সবার স্বপ্ন পূর্ণতার পথে এগুচ্ছে। দর্শক -ভক্তদের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছি।

এই শুভক্ষণে সবার দোয়াই আমার পাথেয় হয়ে থাকবে। প্রযোজনায় সফল হলে পরিচালনায় আসবো।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।