আমাদের কথা খুঁজে নিন

   

শাকিবের বিপরীতে তিশা

এবার শাকিব খানের বিপরীতে মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবির নাম 'প্রেম করে আমি মরবো'। এ বছরের ব্যবসাসফল ছবি 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী'র সফলতার পর একই পরিচালক সাফিউদ্দিন সাফি এবং প্রযোজক ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল নির্মাণ করেছেন এ ছবি। রুম্মান রশীদ খানের পাণ্ডুলিপি নিয়ে এ ছবির শুটিং শুরু হবে আসছে ফেব্রুয়ারি থেকে। গত ২৩ ডিসেম্বর রাতে এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব-তিশা।

শাকিব খান বলেন, 'এ বছর আমার মুক্তিপ্রাপ্ত সফল ছবিগুলোর মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী অন্যতম। এ ছবি সংশ্লিষ্ট প্রায় সবাই থাকছেন প্রেম করে আমি মরবো ছবিতে। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল একটি ভালো কাজের জন্য খরচ করতে কার্পণ্য করেন না। এ ছবিতেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির মতো এ ছবির গল্প, সংলাপেও নতুনত্বের ছোঁয়া আছে। দেশে এবং দেশের বাইরে কাজ করা হবে।

এ কারণে তাদের সঙ্গে আবারও কাজ করার জন্য অপেক্ষা করছি। তাছাড়া পরিচালক সাফির সঙ্গে বরাবরই কাজ করতে আমি স্বচ্ছন্দ। ' তিশা বলেন, 'এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন ছবিতে কাজ করেছি। প্রয়াত তারেক মাসুদের রানওয়ে ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছি। সেই হিসেবে প্রেম করে আমি মরবো আমার চতুর্থ ছবি।

ফ্রেন্ডজ মুভিজের প্রথম ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দেখে এবং এ ছবিতে প্রচারণার ক্ষেত্রে তাদের প্রচেষ্টা দেখে তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি। তাছাড়া বাণিজ্যিক ছবি বলতে কিছু বুঝি না। সবসময়ই চেয়েছি ভালো গল্পের ছবিতে কাজ করতে। অসম্ভব সুন্দর একটি গল্পে অভিনয় করতে যাচ্ছি। চরিত্রটিও লোভনীয়।

শাকিব খানের সঙ্গে এই ক'দিন ছবি নিয়ে আলোচনা করে বুঝেছি, ভালো কাজের জন্য তার দরদ অপরিসীম। ' তিশা জানান, চলচ্চিত্র ঘিরেই এখন তার স্বপ্ন। এ কারণে খুব শীঘ্রই ছোটপর্দা থেকে ছুটি নেবেন তিনি। 'প্রেম করে আমি মরবো' ছবির সব ক'টি গান লিখেছেন কবির বকুল, সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং কৌশিক হোসেন তাপস।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।