আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইম ব্যাংক ব্রাদার্স সুপার সিক্সে

সুপার সিক্সে লড়াইয়ে ছিল প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দশম রাউন্ডের খেলার আগে দুই দলের পয়েন্ট ছিল সমান। কিন্তু রান রেটে এগিয়ে ছিল শেখ জামাল। গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থেকে লড়াইয়ে নেমেছিল দলটি। কিন্তু ব্রাদার্সের কাছে হেরে সুপার সিক্স খেলা হচ্ছে না শেখ জামালের।

বরং জয় নিয়ে সুপার সিক্সি নিশ্চিত করেছে ব্রাদার্স। সুপার সিক্সে খেলতে হলে জিততেই হতো প্রাইম ব্যাংককেও। পয়েন্ট তালিকার নিচু দল খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে হারিয়ে ষষ্ঠ জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। সোহরাওয়ার্দী শুভ'র বিপক্ষে আপত্তি তুলেছে শেখ জামাল। অবশ্য তাদের আপত্তি এখনও সিসিডিএমে জমা পড়েনি।

উল্লেখ্য, শুভ নিষিদ্ধ ক্রিকেটার হিসেবে খেলেছেন বলে অভিযোগ জামালের। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে প্রাইম ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে। দলকে লড়াকু স্কোর গড়ে দেন ৬ নম্বরে ব্যাট করতে নামা তাইবুর রহমান পারভেজ। পারভেজ ৮৫ বলে খেলেন ৬৪ রানের সময়োপযোগী ইনিংস। পুরো ইনিংসে ছিল মাত্র ৪টি বাউন্ডারি।

২২৬ রানের টার্গেটে খেলতে নেমে খেলাঘরের ইনিংস গুটিয়ে যায় ১৬৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন শুভাগত হোম। প্রাইমের পক্ষে ৩ উইকেট নেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। এছাড়া জিয়াউর রহমান, তাইবুর পারভেজ ২টি করে উইকেট নেন।

বিকেএসপি-২ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে শেখ জামাল ৫০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে।

কাল টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম খেলেননি। তার অভাব পরিষ্কারভাবে বোঝা গেছে। ব্রাদার্সের দুই বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ও সাঞ্জামুল ইসলাম শেখ জামালের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন। শুভ ২৯ রানে ৩টি এবং সাঞ্জামুল ১৪ রানে নেন ২ উইকেট। ১৫১ রানের টার্গেটে খেলতে নেমে ১৩.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন।

এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম দল হিসেবে সুপার সিঙ্ নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.