আমাদের কথা খুঁজে নিন

   

আবারও প্রাইম সার্কেল, এবার তৃতীয় এলবাম, ALL OR NOTHING..................

.......... কাল রাতে ফেসবুকে ঘুরছিলাম, হঠাৎ প্রাইম সার্কেলের লিড গিটারিস্ট Dirk Bisschoff -এর স্ট্যাটাসটা চোখে পড়ল.... Had a rocking good show yesterday with 3 Doors Down and Alter Bridge! Very cool guys too.. Looking forward to todays show in Hamburg! তিনটা ব্যান্ডই আমার অসম্ভব প্রিয়.........ভাবসিলাম কোনভাবে যদি হামবুর্গে উড়ে যেতে পারতাম!!!!! তা যেহুতু হবার নয় তাহলে আরেকটা পোস্ট হয়ে যাক প্রাইম সার্কেলকে নিয়ে? ২০০৮এ মুক্তি পাওয়া all or nothing কে বলা যেতে পারে এখন পর্যন্ত প্রাইম সার্কেলের সবচেয়ে সেরা এলবাম. হৃদয় ছুয়ে যাওয়া লিরিকস, ভোকাল রসের অন্যরকম আওয়াজ আর গিটারের রিফ এর সমন্নয়ে গাওয়া এই এলবামের বেশ কিছু গান আমার সবচেয়ে প্রিয়র লিস্টে ঢুকে গেছে এলবামের গানগুলোর কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় she always gets what she wants এর কথা, আমার জীবনে শোনা শ্রেষ্ঠ ১০ টি গানের মধ্যে অবশ্যই এটা থাকবে,এই গানটা নিয়ে আগেই অনেক কিছু লেখেছি,লেখার মত আর কিছু খুঁজে পাচ্ছিনা, সবচেয়ে বড় কথা এত বেশি পছন্দের কিছু নিয়ে লেখার মত যোগ্যতা আমার নেই.......শব্দে কুলাবে না........ She always gets what she wants....... And i've been through this before for a hundred times or more, & she keeps me coming back, what i am waiting for?? হয়তবা আগের গানটার মত এতটা নয় কিন্তু তার পরেও consider me আর out of this place গান দুটোও অনেক বেশি পছন্দের..... Consider me I'm here waiting for, something better just to come along I'm here waiting all this time, waiting for the world To change it's mind. Out of this place I'm just looking to the past now and where we've been Have we learned oh anything, from mistakes in our history? Get me out of this place, out of this war Out of my face what we fighting for..... out of this place এর ভিডিওটা প্রথম দেখি জি-স্টুডিওতে এছাড়া এই এলবামের একটা সফট মেলোডিয়াস গান হলো,Hey now মাঝে মাঝেই শোনা হয়। এছাড়া সামান্য রক ধাচেরTear it down টাও অনেক প্রিয়, After all that we've been through After all they put us through Were gonna tear it all down Tear it all down Tear it up tear it down আসলে,প্রাইম সার্কেল কখনই তাদের বেসিক থেকে সরে আসেনি, তারা যেটা ভালো পারে A melodic pop-rock sound-এর মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, আর এজন্যই এরা আমার এত প্রিয়. #প্রাইম সার্কেল নিয়ে আমার আরো কিছু এলো-মেলো পোস্ট ১.she always gets what she wants একটি গান, কিংবা গানের চেয়েও বেশি কিছু ২.PRIME CIRCLE আমার গানের জগৎ বদলে দিয়েছে যে ব্যান্ডটি ৩.অসম্ভব প্রিয় ব্যান্ড প্রাইম সার্কেলের দ্বিতীয় এলবাম, Live this life

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.