আমাদের কথা খুঁজে নিন

   

digital, প্রগতি ও রাজনীতি



হ্যালো আমাদের ধন- গণ- জন প্রতিনিধিরা, আমরা যারা নিজ উদ্যোগে, বিনা পুজিতে, বিনা সরকারী সহায়তায় ছোটো ছোটো কোম্পানি গঠন করে হাড় ভাঙ্গা পরিশ্রমের দ্বারা নিজেরা চলি, আরো ১০/১২ জন তরুণ এর কর্মসংস্তান করে রাষ্ট্রের বোঝা কমাতে অবদান রাখি, একবার ও কি ভেবে দেখেছেন তাদের কি হয় এই হরতাল আর সংবিধান নামের রশি টানাটানিতে ? মারা খেতে খেতে জনগণ ভুলে গেছে যে আপনারা উত্তরাধিকার সুত্রে রাজনীতিবিদ..আপনাদের চিন্তা ভাবনাও সনাতন কালের, digital আর প্রগতির বারোটা বাজাতেই আপনাদের এই রকম কর্ম কান্ড. আমরা শান্তি চাই আর আমরা আপনাদের নির্বাচিত করেছি আমাদের সেবা করার জন্য , আমাদের পুড়িয়ে মেরে হাসিমুখে বলতে নয় যে "জনগণ হরতাল দিয়েছে", আর সংবিধান বিবি কে ও মনে রাখতে হবে- জনগনের সুখের জন্যই এই সংবিধান, যেকোনো ক্ষেত্রে, যে কোনো সময় তা পরিবর্ধিত হতে পারে একমাত্র জনগনের ভালোর জন্যই.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।