আমাদের কথা খুঁজে নিন

   

মাগুরায় আ'লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০

মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে আজ রবিবার আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দু'দল গ্রামবাসির সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এসময় ৪০ বাড়ি ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতদের মধ্যে গুরুতর জখম ১৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে আমুড়িয়া গ্রামের আওয়ামীলীগ নেতা হাতেম মোল্লা ও বিএনপি নেতা শাহাদৎ বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে  এক পর্যায়ে জমা-জমি নিয়ে হাতেম মোল্লা সমর্থিত ওমর ও শাহাদৎ বিশ্বাস সমর্থিত আইয়ুব এর সাথে শনিবার বিকেলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

আজ সকাল ৮ টার দিকে বিএনপি সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে আওয়ামীলীগ সমর্থিতদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ৩০ টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এসময় প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়। খবর পেয়ে মাগুরা সদর থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.