আমাদের কথা খুঁজে নিন

   

শিবিরের কর্মীরা প্রমাণ করলো সাঈদী হুযুরের কুকর্মের কীর্তি

"রহস্যে মধ্যে ঈশ্বর লুকায়িত থাকেন রহস্যের খোলস উম্মোচিত হলে ঈশ্বর মৃত" বিশ্বের সব মানুষের কণ্ঠ নকল করা যায়, তা প্রমাণ করতে গিয়ে শিবিরের ছেলেরা আবারো প্রমাণ করলো, বাস্তবে তারাই ছাগু নামের যোগ্য দাবীদার। জর্জ ডব্লিউ বুশের যে ভিডিও সবার সামনে প্রেজেন্ট করেছে, তাতে শুধু মাত্র সফটওয়্যারের মাধ্যমে স্পীচগুলিকে সংযোজন এবং বিয়োজন করা হয়েছে, এর বেশী কিছু না। বুশের বক্ত্যব এডিট করা, ভালো মত শুনলে তা স্পষ্টই বুঝা যাচ্ছে। কিন্তু সাঈদীর ভয়েসের ক্ষেত্রে সাঈদী কথা বলার সময় কীভাবে নিশ্বাস ফেলে তাও মিল পাওয়া যাচ্ছে। তাই নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি থেকে অবশ্যই সাঈদীর মোবাইলে ফোনের বার্তা লিকস হয়েছে তা সত্য বলে বিবেচ্য।

জামায়াতের ছেলেরা বুশের যে ভিডিওটি দেখিয়েছে, বাস্তবে তা ইউটিউব থেকে ‘jac2puchman’ নামক ইউসার থেকে কপি করা। তারা শুধু মাত্র বুশের বক্ত্যবের বাঙলা অনুবাদ যোগ করেছে। কিন্তু আমরা সাঈদীর রেকর্ড শুনে দেখলে পাই, শুধু সাঈদী না, উনার বউয়ের কণ্ঠের মধ্যেও মিল আছে। সাঈদীর প্রতিটা শব্দের পিচও অবিকল মিলে যাচ্ছে। আলোচনায় প্রেক্ষিতে বলি, ইসলামের প্রধান শত্রু কোন দেশ? উত্তর হবে, অবশ্যই আমেরিকা।

ইসলাম বিরোধী অত্যাচারের জনক কে? উত্তর হবে জস বুস। কিন্তু রাজাকার সাঈদীর লিকস হওয়া বার্তা মিথ্যে প্রমানের জন্যে শিবিরের ছেলেদের নির্বাচন করলো, সেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বুশেকে, বিষয়টি কি খুবই হাস্যকর নয়? দুনিয়ার এত্তো মানুষ থাকতে তারা বুসের ভিডিও নিলো? উত্তরে মূল কারণ হচ্ছে, বুসের অসংখ্য ফেইক ভিডিও ইন্টারনেটে আছে। ওইখান থেকেই তারা সহজে যা পেয়েছে তাই নিয়েছে। বুসের এই ভিডিউর মানদণ্ড কতটুকু? এই প্রশ্নের উত্তর হবে, যদি এইভাবে সব কিছু নকল করা যেত, তাহলে বুশের ভিডিও ছেড়ে বিশ্বে অনেক বড় বড় রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করা সম্ভব ছিলো। তখন হৃদয় খানও আতিফ ইসলামের মত গান গাইতো।

মিথ্যাচার করে কি সত্যকে ঢাকা যায়? বুশের ভিডি ছিল একটি ফানি ভিডিও যা অনেক আগেই বাজারে এসেছে। শিবিরের কর্মীরা যদি প্রযুক্তিতে এতই উন্নত হত, তবে তারা কোন বাঙালি চরিত্রই বেঁচে নিত। সাঈদীর পরকিয়া করে এই ধরণের যে মোবাইল বার্তা লিকস হয়েছে, একই কাজ তারাও দেখাতে পারতো সরকার দলীয় এম্পিদের মধ্যে। কিন্তু তারা সুযোগ নিল সুদূরে অবস্থিত ইসলামের নামকরা শত্রুকে। বাঙলার কয় জন মানুষ বুশের বলা দ্রুত ইংরেজি বুঝবে? সব থেকে মূল প্রশ্ন, কত জন বুশের কণ্ঠ ভালো মত শুনেছে? বাঁশেরকেল্লা শিবিরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন একটি ফেসবুক পেইজ।

তারা আসলে চেয়েছে নিজেদের মান টিকিয়ে রাখতে। তারা মানুষকে ফটকা ফুটিয়ে বোমা বলে চালিয়ে দিতে চেয়েছে। পরিশেষে বলা যায়, যেহেতু চেলেঞ্জ গ্রহণকরেও তারা ব্যর্থ হয়েছে, সুতারাং তারা মানুষকে আরও সুযোগ করে দিল সত্য জানতে। ফালতু যুক্তির আশ্রয়ে রাজাকার সাইদিকে বাচাতে গিয়ে পরোক্ষভাবে প্রমাণ করলো সাঈদী আসলেই মানুষের বউয়ের সাথে পরকীয়া করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.