আমাদের কথা খুঁজে নিন

   

রোমার টানা দ্বিতীয় ড্র

খেলার ফলাফল ১-১। ড্র করেছে এসি মিলান এবং লাৎসিও-ও। কিয়েভোর মাঠে মিলান গোলশূন্য আর পার্মার মাঠ থেকে ১-১ গোলের ড্র করে ফিরেছে লাৎসিও। টানা দ্বিতীয় ম্যাচে ড্র করলেও শীর্ষস্থান ধরে রেখেছে রোমা। ১২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৩২।

সমান খেলায় লাৎসিও ও মিলানের পয়েন্ট ১৬ ও ১৩। ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় ১৯ মিনিটে সাসসুয়োলোর ডিফেন্ডার আলেস্সান্দ্রো লোঙ্গির আত্মঘাতী গোলে এগিয়ে যায় রোমা। এক গোলের জয় নিয়ে তারা যখন খেলা শেষ করার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ‘বিনা মেঘে বজ্রপাত’। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে স্ট্রাইকার দোমিনিকো বেরার্দির লক্ষ্যভেদ মূল্যবান একটি পয়েন্ট এনে দেয় সাসসুয়োলোকে। এদিকে মিলানের দুঃসময় চলছেই।

পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল কিয়েভোর সঙ্গে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকলেও তারা গোলের দেখা পায়নি। উল্টো ৮৩ মিনিটে মিডফিল্ডার রিকার্দো মন্তোলিভোর দ্বিতীয় হলুদ কার্ড ১০ জনের দলে পরিণত করে মিলানকে। ইনজুরি সময়ে কিয়েভোর স্ট্রাইকার সার্জিও পেল্লেসিয়ার অবশ্য সরাসরি লাল কার্ড দেখেন। সেরি-আ’য় গত তিন ম্যাচের দুটিতে হেরেছে মিলান, অন্যটি ড্র। গত ১৯ অক্টোবর উদিনেসের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল লিগের ১৮ বারের চ্যাম্পিয়নরা।

অন্যান্য ম্যাচে জেনোয়া ২-০ গোলে হেল্লাস ভেরোনাকে, আতালান্তা ২-১ গোলে বোলোনিয়াকে এবং ক্যালিয়ারি একই ব্যবধানে তোরিনোকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।