আমাদের কথা খুঁজে নিন

   

ইনকিলাব সম্পাদকের বাসায় পুলিশি তল্লাশির ö

দৈনিক ইনকিলাব সম্পাদক এ.এম.এম. বাহাউদ্দীনের বাসায় পুলিশি তল্লাশির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কেন বাহাউদ্দীনের বাসভবনে তল্লাশি চালানো হয়েছে এর উপযুক্ত জবাব দিতে হবে। গতকাল এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকের বাসভবনে বিনা কারণে পুলিশের অভিযান চালানোর ঘটনা শুনে আমি বিস্মিত ও হতবাক। ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিনি কোনো সন্ত্রাসী কার্যকলাপ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো কাজের সঙ্গে বিন্দুমাত্র জড়িত আছেন- এমন কোনো অভিযোগও নেই। তথাপি কী কারণে তার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে তা বোধগম্য নয়। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই অপতৎপরতা কি দৈনিক ইনকিলাবের কণ্ঠরোধ করার প্রক্রিয়ারই অংশ? এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এরশাদ।

সাংবাদিকদের নিন্দা : দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, তল্লাশির নামে সরকার ভীতি ছড়িয়ে ইনকিলাবের কণ্ঠরোধ করতে চায়- যা মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। গতকাল ইনকিলাব ভবনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইনকিলাব ইউনিট আয়োজিত তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে তারা এ কথা বলেন। ইনকিলাব ইউনিট চিফ ওমর ফারুক আল হাদীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক ইনকিলাবের উপ-সম্পাদক ইউসুফ শরীফ, ফিচার সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সহকারী সম্পাদক মুন্সী আবদুল মান্নান, আবদুল আউয়াল ঠাকুর, নগর সম্পাদক জাকারিয়া কাজল প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.