আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুর প্রাথমিকে ৩১ সহকারী শিক্ষা কর্মকø

চাঁদপুর জেলার ৮টি উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তার ৫২টি পদের মধ্যে ৩১ জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

উপজেলা ভিত্তিক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শূন্য পদগুলো হচ্ছে, চাঁদপুর সদর ৩, ফরিদগঞ্জ ৩, হাইমচর ২, হাজীগঞ্জ ৪, শাহারাস্তী ২, কচুয়া ৪, মতলব (উ.) ৪ এবং মতলব (দ.) উপজেলায় নয়জন। এ ছাড়াও উপবৃত্তি মনিটরিং ও সহকারী উপবৃত্তি মনিটরিং কর্মকর্তা এবং একজন ড্রাইভারের পদও রয়েছে শূন্য। এতে করে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যক্রমে মারাত্দক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। জেলা শিক্ষা অফিসসূত্র জানায় বিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে শিক্ষক সংখ্যা বৃদ্ধি পেলেও জনবল কাঠামো বাড়ানো হয়নি। প্রতিবছর জেলার ৭৮৬টি সরকারি প্রা. বিদ্যালয়সহ মোট ১,৫১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্টার্ড সরকারি বাদে ৫১৫৫ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত। সেইসঙ্গে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, উপবৃত্তি প্রদান কার্যক্রম, শিক্ষক বদলি, ছুটি মঞ্জুর, সমাপনী পরীক্ষা গ্রহণ, সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন, প্রতিটি বিদ্যালয় পরিদর্শন পূর্বক রিপোর্ট তৈরিসহ বিভিন্ন কার্যক্রম উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে সম্পন্ন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

চাঁদপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন করে দাফতরিক-কাম-নাইট গার্ড ও উপবৃত্তি বিতরণ কার্যক্রমগুলোও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের তদারকি করতে হচ্ছে। অপরদিকে জেলার প্রতিটি উপজেলায় একটি করে স্কুলকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে ৫২ জন সহকারী শিক্ষা কর্মকর্তার মধ্যে ৩১ জনের পদ শূন্য থাকায় প্রশাসনিক কর্মকাণ্ডে নানা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন জানান, ৩১টি এটিইও পদ খালি থাকায় বিদ্যালয়গুলো পরিদর্শনে সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া জেলা মনিটরিং, সহকারী মনিটরিং ও ড্রাইভারের একটি পদও খালি রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.