আমাদের কথা খুঁজে নিন

   

বানিয়ে ফেলুন আপনার ছবি দিয়ে ভিডিও তাও আবার জটিল ভাবে ( জটিল দুটি সফট)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
১। PhotoStage Slideshow Producer এমন একটি সফট যা দিয়ে আপনি আপনার ছবিকে নিচে আমার মত ভিডিতে রূপান্তর করতে পারবেন ।


প্রথমে এখান থেকে PhotoStage Slideshow Producer ডাউনলোড করে নিন তারপর অন্যান্য সফট এর ন্যায় ইন্সটল করুণ। তারপর চালু করুণ । এবার Insert Slides বাটনে ক্লিক করে আপনার ছবি নিয়ে নিন যে ছবি গুলো দিয়ে স্লাইড বানাতে চান। এবার Zoome বাটনে ক্লিক করে নিচের কাজগুলো করে Ok ক্লিক করুণ। আর কোন অডিও গান দিয়ে চাইলে Set Track ক্লিক করে একটি গান নিন।


এবার সবশেষ Builed Slideshow বাটনে ক্লিক করে সেভ করে রাখুন। আর দেখুন কেমন হয়েছে।
২। ছবিকে ভিডিতে রূপান্তর করতে আমার দেখা সুন্দর একটি সফট নাম তার Wedding Album Maker Gold এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় তা স্বপ্না আপা তার সুন্দর টিউনে বুঝিয়ে দিয়েছে। তবুও আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়।


প্রথমে এখান থেকে ডাউনলোড করে Wedding Album Maker Gold সফটি চালু করুণ। এবার Help মেনুতে ক্লিক করে Serial নাম্বার দিয়ে রেজিষ্ট্রশন করে নিন তারপর আপনার পছন্দের ছবি নিতে add বাটনে ক্লিক করুণ । এবার ছবির উপর Text বাটনে ক্লিক করুণ। ইচ্ছামত লেখা লিখুন এবং ক্লিপ আর্ট, আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুণ । তারপর Done বাটনে ক্লিক করুণ ।

এবার Transition & Music Button বাটনে ক্লিক করে একটি গান নিন। এবার chose a Menu বাটনে ক্লিক করে একটি মেনু নিন। সব শেষ Play বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে ঠিক থাকলে Burn Disc এ ক্লিক করে পছন্দের ফরম্যাট সিলেক্ট করে Create Now বাটনে ক্লিক করুন। আর দেখুন কেমন হয়েছে ইমেজ দিয়ে আপনার ভিডিও টি।
বিঃদ্রঃ ভিডি এডিট নিয়ে আমি আপনাদের আরো কিছু টিউন দিব! (ইনশাআল্লাহ) সাথে থাকুন।


আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.