আমাদের কথা খুঁজে নিন

   

কাঙাল বানিয়ে ছাড়লো শেষতক

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ব্লগের কি হচ্ছে বুঝে ওঠা দুষ্কর। আমার নামের নীচে প্রোফাইলের অংশে লিখা ছিল, ''এতদিন যে বসেছিলেম, পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। '' সেটা পরিবর্তন হয়ে, হয়ে গেছে '' কাঙাল '' । অবশ্য আগের লাইন দুটোর অন্তর্গত মানে ও কাঙাল। আমাকে বাস্তব জীবনে যদি কাঙাল বলা হয় সেটাও খুব একটা ভূল হবে না।

ওটাতে আমার আপত্তি নেই। কিন্তু ব্লগের প্রোফাইল, এডিটর এতখানি অন্তর্যামী সেটা মনে হয় না। হলে কবেই আমার ব্লগ স্বতস্ফুর্ত ভাবে বন্ধ করে দিত। এক সকালে লিখা উঠত, আপনি না লিখলেও চলবে। অনেক যন্ত্রণা দিয়েছেন, আর না।

কিন্তু এসব এডিটর এর মনের ইচ্ছা বলে মনে হয় না। সম্ভবত ব্লগের এটা আরেকটা বাগ। মনপড়ুয়াবাগ। আর না হলে কোন কৌতুকপ্রিয় হ্যাকার এর কাজ। তবে এখন আসলে আনন্দ বা বিরক্ত হওয়ার মত কোন অবস্থায় নেই, তাই শুধু একটু অবাক হওয়া বাদে আর কিছুই করতে পারছি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।