আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ার ইশতেহার ঘোষণা!!!! (ফান পোস্ট)

আমার কিছু বলার ছিল

অ ব চ ০০০ ১১ ১২ ১৩ বিয়ার ইশতেহার ঘোষণা!!!! বিয়ার ইশতেহার ঘোষণা!!!! বিয়ার ইশতেহার ঘোষণা!!!! বিবাহ কমিশনের মহাপরিচালক উস্তাদ পি. এফ. আই. সম্প্রতি শুভ বিবাহের ইশতেহার ঘোষণা করেছেন। আজকের পর হতে যত বিবাহ্ হবে সকল বিবাহের কাজ নিম্নের শর্তাবলি মেনে সম্পন্ন করতে হবে। তা’নাহলে বিবাহ কমিশন যে কোনো মুহুর্তে যে কারও বিবাহ্‌ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। শর্তাবলি: ---------- ১) বিবাহের দিন ধার্যের ১ বছর পূর্ব হতে প্রচারণা চালাতে হবে যে, “অমুকের সাথে তমুকের বিবাহের দিন অচিরেই ধার্য করা হবে। যদি অমুকের/তমুকের কোনো পূর্বসম্পর্ক থাকে বা অমুকের/তমুকের কোন গোপন খবর,চারিত্রিক/স্বভাব/ত্রুটি-বিচ্যুতি জানা থাকে তবে অচিরেই জানান।

” এক্ষেত্রে অবশ্যই এলাকায় পোস্টারিং, মাইকিং, লোকাল-স্যটেলাইট-জাতীয় চ্যনেলে ও পত্রিকায় বিজ্ঞাপন, সকল ওয়েবসাইটে পোস্ট ও সকল মোবাইল কোম্পানির মাধ্যমে সকল গ্রাহকের নিকট ইনফরমেশন ম্যসেজ ও ভয়েজ ম্যসেজ পাঠাতে হবে। ২) প্রথম শর্ত সুষ্ঠ্যভাবে পালিত হলে দ্বিতীয় শর্ত পালনের কার্য শুরু হবে। নচেৎ এখানেই বিবাহ বাতিল বলিয়া গণ্য হবে। এপর্বে মহরানা ধার্যের প্রতি বিশেষ গুরোত্বারোপ করা হয়েছে। মহরানা কোনো মেয়ের ওজনকে ‍উচ্চতা দ্বারা পাওয়ার করার পর যে পরিমান আসে তারচাইতে কোনোভাবেই কম হবে না!!! এইক্ষেত্রে এখন হতেই সকল মেয়ের গার্ডিয়ানকে মেয়েদের কম্প্লান ও ফ্যাট খাওয়াবার প্রতি বিশেষ নজরদানের জন্যে গুরুত্বারোপ করা হচ্ছে।

৩) দ্বিতীয় শর্ত সুষ্ঠ্যভাবে পালিত হলে তৃতীয় শর্ত পালনের কার্য শুরু হবে। নচেৎ এখানেই বিবাহ বাতিল বলিয়া গণ্য হবে। এঅংশে নিমন্ত্রিত অতিথিদের দাওয়াতের ব্যপারে বলা হয়েছে। এর প্রতিপাদ্য স্লোগান, “কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না!!! তা হবে না!!! বাদ যাবে না কেউ!!!” আর তাই, চোরাই দাওয়াত প্রথা তথা কার্ড বর্জন করতে হবে। এর পরিবর্তে প্রথম শর্তের ন্যয়, বিবাহের দিন যেদিন ধার্য করা হবে সেদিন হতে বিবাহের দিন পর্যন্ত কমপক্ষে দেড় বছর সময়ের ব্যবধান থাকতে হবে।

এবং কমপক্ষে এক বছর পূর্ব হতে দাওয়াতের উদ্দেশ্যে অবশ্যই এলাকায় পোস্টারিং, মাইকিং, লোকাল-স্যটেলাইট-জাতীয় চ্যনেলে ও পত্রিকায় বিজ্ঞাপন, সকল ওয়েবসাইটে পোস্ট ও সকল মোবাইল কোম্পানির মাধ্যমে সকল গ্রাহকের নিকট ইনফরমেশন ম্যসেজ ও ভয়েজ ম্যসেজ পাঠাতে হবে। ৪) উল্লেখিত শর্তাদি সুষ্ঠভাবে পালিত হলে ও বিবাহ কমিশন সন্তুষ্ঠ্য হলেই বিবাহের কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করা হবে। তবে, কোনো ভুল তথ্য বা অনিবার্য কারনবশত বিবাহ কমিশন যেকোনো মুহুর্তে যেকারো বিবাহ বাতিল বা বাতিলযোগ্য বলে স্বীকৃতি প্রদান করতে পারবে। -উস্তাদ পি. এফ. আই ----------------------- স্বাক্ষর কপিস্থান: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।