আমাদের কথা খুঁজে নিন

   

মতিঝিলের বহুতল ভবনে আগুন

রাজধানীর মতিঝিলের দিলকুশা সেন্টারে আজ মঙ্গলবার আগুন লেগেছে। ২০ তলার ভবনটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। ভবন থেকে অনেকে বের হতে সক্ষম হয়েছেন। অনেকে ভেতরে আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে ভবনটিতে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে, এ ব্যাপারে স্পষ্ট করে কেউ কিছু জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন জানিয়েছেন, ভবনের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে।

আগুন নেভানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে ভবনটির ভেতর থেকে ১৫-২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর ওই ভবন থেকে বের হয়ে আসা সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মহাব্যবস্থাপক এস এম মিলন রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ১৬ তলা থেকে আমি নেমে আসার চেষ্টা করি। কিন্তু ধোঁয়ার কারণে ১১ তলার পরে আর নামতে পারিনি। পরে ওপরের দিকে উঠে পাশের ভবন থেকে নিচে নেমে আসতে সক্ষম হই।

ভবন থেকে অনেকে বের হয়ে এসেছেন। অনেকে ভেতরে আটকা পড়েছেন। ’

 

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.