আমাদের কথা খুঁজে নিন

   

আপনার কম্পিউটার কে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ ও ব্যবহার করুন আপনার Android ফোন দ্বারা (Remote Access)

কেমন আছেন সবাই?? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালই আছেন।
বিগত দুই দিন ধরে tune করব করব করে করাই হচ্ছে না। আমি সাধারনত তেমন কোন tune করিনা। Tune কিভাবে সুন্দর ভাবে সাজাতে হই তাও জানে না। তাই স্বভাবতই tune এ কোন ভুল হলে বা tune টি আগে কেও করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


বেস কিছু দিন থেকে আমি এমন কোন মাধ্যম চাচ্ছিলাম যার দ্বারা আমি আমার কম্পিউটার কে আমার Andriod ফোন দ্বারা সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ ও ব্যবহার করতে পারব। অবশেষে তা পেয়ে গেলাম। তাই তা আপনাদের সাথে Share করলাম।
আপনার কম্পিউটার কে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ ও ব্যবহার করুন আপনার Android ফোন দ্বারা। এর জন্য আপনার জা লাগবে
১. একটি কম্পিউটার
২. একটি Android ফোন
৩. ও Android ফোন এর একটি Application ( MicroSoft এর Application)
আপনার কম্পিউটার ও মোবাইল এর মাঝে WiFi Connection থাকতে হবে।

অর্থাৎ আপনার কম্পিউটার থেকে Wifi Share করা লাগবে এবং মোবাইল থেকে তা Receive করা থাকতে হবে।
এর জন্য আপনি Connectify বা MyPublicWifi Software ব্যবহার করতে পারেন।
প্রথমে This Pc এর উপর Mouse ডান বোতাম ক্লিক করে Properties এ যান।

তারপর সেখানে ডান পাশে Remote setting এ ক্লিক করুন।

সেখানে Allow Remote Connections to this computer ক্লিক করে এবং নিচের টাতে টিক দিন।



প্রথমে এই লিঙ্ক থেকে Application টি download করে আপনার mobile এ install করে নিন।
Application টি open করে  + চিহ্নে ক্লিক করুন।

তাহলে নিচের মত Screen পাবেন।

সবগুল পূরণ করুন
১ => আপনি যে নামে connection করতে চান।
২ => আপনার কম্পিউটার ও মোবাইল এর Connection IP (নিচে বলে দিচ্ছি কোথায় পাবেন এইটা)
৩ => আপনার Computer এর User Name
৪ => আপনার Computer এর Login Password
তারপর টিক চিহ্নে ক্লিক করুন

তাহলে এই রকম একটি Profile তৈরি হবে।


Profile এর উপর ক্লিক করুন
 
সবকিছু টিক থাকলে আপনার সম্পূর্ণ কম্পিউটার Screen দেখতে পাবেন আপনার মোবাইল Screen এ।
এবার মজা নিন
প্রথমে Control Panel এ যান
তারপর Network and Sharing Center
তারপর Change Adapter Setting এ ক্লিক করেন
সেখানে যেটা আপনার Computer আর Mobile এর Connection Profile সেটার Properties এ যান।
সেখানে Internet Protocol Version 4 এর Properties এ ক্লিক করলে IP পেয়ে যাবেন।

 
Tune টি পড়ার জন্য ধন্যবাদ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.