আমাদের কথা খুঁজে নিন

   

‘দলবাজিতে ধ্বংস হচ্ছে ভবিষ্যত’

শুক্রবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ছাত্র রাজনীতির নামে অশুভ প্রবণতা চলছে। ইদানিং শিক্ষক রাজনীতির মধ্যে ছাত্র রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে, তেমনি ছাত্র রাজনীতির মধ্যেও শিক্ষক রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে।
“যে যার দলবাজির স্বার্থে পরস্পরকে ব্যবহার করছে। এতে ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যত,” বলেন তিনি।
তার মত হল, শিক্ষকরা দল সমর্থন করবেন, কিন্তু দলবাজি করবেন না।


মন্ত্রী বলেন, “আমি অবেলার মন্ত্রী। ১৭ মাসে যতোটুকু সম্ভব হয়েছে ততটুকু কাজ করেছি। ”
দেশে যেকোনো সময়ের চেয়ে এখন রাস্তার অবস্থা ভাল বলে দাবি করেন তিনি।
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগ আয়োজিত উদ্ভাবন বিষয়ক কর্মসূচি ‘সেনোভেশন-২০১৩’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘সেনোভেশন’ অনুষ্ঠানের সাধারণ সম্পাদক ইজাজ হোসেন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. ইমতিয়াজ হোসাইন এবং পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. সদরুল ইসলাম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।