আমাদের কথা খুঁজে নিন

   

Walton Primo Android Phone – দেখে নিন কোনটা নিবেন

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
Walton Primo X2 যারা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন সেট কারে কয়! যাই হোক এবার Walton X2 এর মিনি ভারসন বাজারে আসছে।

Walton X2 চাইনা ব্রান্ড Gionee Elife E6 এর রি-ব্রান্ডেড । তদানুযায়ী Walton X2 mini ,Gionee Elife E6 Mini এর রি-ব্রান্ডেড।


সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরা তথ্য ও প্রযুক্তি (আই.টি) বিষয়ক একটি নতুন ব্লগ সাইট (সম্পূর্ণ বাংলায়) করেছি । Bangla Blog
এই সাইটের মাধ্যমে সবাই তথ্য ও প্রযুক্তির (আই.টি) জ্ঞান শেয়ার করতে পারবেন।

wwwএখানে আপনারা আই.টি বিষয়ক টিপস দিতে পারবেন। এই সাইটে বেসিক কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, ইন্টারনেট ইত্যাদি সহ অনেক বিভাগ রয়েছে। যেখানে আপনাদের আই.টি বিষয়ক যে কোন সমস্যার কথা এখানে লিখতে পারেন, এবং যাদের উক্ত সমস্যাটির সমাধান জানা আছে তারা সমাধানটি দিতে পারবে। ফলে আমাদের সকলের মধ্যে আই.টি জ্ঞানের বিস্তার ঘটবে। প্রিয় বন্ধু কম্পিউটার এর কোন সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো।

এই ভাবে আমরা আই.টির জ্ঞান ও বাড়াতে পারবো। সাইটটি সম্পূর্ন বাংলাতে তৈরী করা। ফলে এর ব্যবহার অতি সহজেই যে কেউ বুঝতে পারবে। এই ব্যাপারে আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। এর জন্য প্রথমে আপনাকে এই সাইটের সদস্য হতে হবে।


সদস্য মেনু এর নিচের সদস্য হোন বাটনে ক্লিক করে সদস্য তথ্যপ্রদান করে আপনি সদস্য হতে পারবেন।
আপনাদের সবাইকে আমাদের সাইটে আমন্ত্রন থাকলো। সবাইকে ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।