আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে যাওয়া বার্তা

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

আমি কিন্তু চরের মানুষ ,চরেই আমার বাড়ি প্রকৃতির সাথে ছিল প্রেম,স্মৃতিতে সারি সারি মানুষের মত মানুষ হবো তাই শহরের পানে আশা যান্ত্রিক এই সভ্যতায় এসে ভুলেছি ভালবাসা। ভুলেছি আরও মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা বাবার বয়সী মুরুব্বী হলেও নেই কোন পাত্তা অযথা কত পকেট খরচ হয়ে যায় এখানে ওখানে ভিখারিকে যেন একটি টাকা দিতে লাগে, হৃদয় যেখানে। ব্যবহারে মাধুর্য কমছে দিন দিন, খেয়াল করিনিতো আগে হঠাৎ কাল মনে পড়ে গেল মুজুরকে চেঁচিয়ে বলাতে মিথ্যে কথা ছুড়ছি আমি যখন যে কটা লাগে এ সভ্যতার উন্নতি করতে হলে মিথ্যে ছাড়তে হবে আগে। কত অনিয়মে চলছি আমি কেউ না কিছু বলে প্রকৃতির হলেই একটু, আহা কত কথাই না শুনে, সব মানুষে ভাই ভাই ছিলাম নাই কোন ভেদাভেদ রক্ত মাংসের একই শরীরের চরিত্রে কেন এত ছেদ? একই ধর্মে এত গুষ্ঠি এত দল, কেন এত অভিনয় মানুষের মত মানুষ হলে সততাই হোক পরিচয় নাইকো রাজা নাইকো প্রজা সব গণতন্ত্রের ছায়াতল বড়াই করে কি লাভ হবে, আজ আপনতো কাল পর। মসজিদেই হোক বা মন্দিরই হোক রেখ ধর্মে বিশ্বাস সৃষ্টিকর্তা বিমুখ হলে পাবেনা বেচে থাকার আশ্বাস অযথা কেন অসৎ কাজে লিপ্ত থাকে মন চরিত্র মানুষ, মানুষই চরিত্র , চরিত্রই বড় ধন। আজ আছিতো কাল নেই, পৃথিবীর মায়ার কেন এত টান ছোট খাটো কত বিষয় নিয়ে করছি মান অভিমান হারিয়ে যাব একদিন আমি তুমি, পূর্ণ করে যাব ধন কি লাভ হবে মৃত্যুর পড়ে শুয়ে থাকবো কবরে আজীবন। [রাসেল হোসেন]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.