আমাদের কথা খুঁজে নিন

   

শীতের ভ্রমনে মাওয়া এবং কিছু ফটোগ্রাফী....

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

রাত ৩টার সময় ঘুম থেকে উঠে চিন্তা করছি কি করা যায়। হঠাৎ মাথায় খেয়াল হল যে মাওয়া গিয়ে ইলিশ খাব। যে চিন্তা সেই কাজ। পাশের বাড়ির বাড়িওয়ালার ছেলে সোহেলকে ফোন করতেই সেও বাইক নিয়ে হাজির। দুই বাইক বাইক নিয়ে রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে।

সাথে নিলাম প্রিয় ক্যামেরাটাকে এই ভেবে যে শীতের ভোরে কিছু ছবি তুলব। শীতের ভোরে খুব চমৎকার ছবি আসে। ধানমন্ডি থেকে বের হয়ে হানিফ ফ্লাই ওভারে পৌছলাম কিন্তু ততক্ষনে সুর্যমামা উঠে গেছে। সেখনে কিছু ছবি নিলাম। হানিফ ফ্লাই-ওভারের ওপরে সূর্যোদয়... এরপরে যাত্রাবাড়ী হয়ে মাওয়া রোড ধরলাম।

বাইকের স্পিড খুব বেশী নয় কিন্তু ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতই অবস্থা। কিছুদুর যেতেই পুলিশ আটকালো চেকপোষ্ট। আমার বাইকের কাগজ দেখতে চাইলে বের করে দিলাম তারপর লাইসেন্স এরপর আমি কি করি, কোথায় যাই, কেন যাই ইত্যাদি ইত্যাদি। সবই খুব কনফিডেন্ট নিয়া বললাম। কারন ঐ দিন হরতালের শেষ দিন।

হরতালে বের হয়েছি। যাই হোক সব উত্তর শুনে মনে হল তারা স্যাটিসফাই হল এবং ছেরে দিল। পাশেই চায়ের দোকান ছিল সেখান থেকে চা খেয়ে আবার রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই পড়লো বুড়িগঙ্গার ৩য় সেতু। তারপর ধলেশ্বরী নদী।

বুড়িগঙ্গার ওপরে আরেকটি ছবি... ধলেশ্বরী নদীতে কিছু ছবি এর পর একটা হাওড় টাইপের কিছু একটা পড়ল। দেখলাম আর দৃশ্যটা ক্যমেরা বন্দী করলাম। হাওড়ের ছবি... তারপর প্রমত্তা পদ্মা... এরপর ইলিশ....... [img|http://cms.somewhereinblog.net/ciu/image/158367/small/?token_id=8755fd14f8e2fc8b9cf891b7027e41fc এবং সবচেয়ে শেষে হল একটি খালি হাইওয়ে....হয়ত হরতাল বলেই...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।