আমাদের কথা খুঁজে নিন

   

কান্নার অনুকরণ শিখছে কেউ; তুমুল উদ্দীপনায়

আহসান জামান

ফেরার পথে, আড়চোখে দেখি; কে কোথায়? সান্ধ্যধূপ ধোঁয়ার ভিতর উলু দেয় স্মৃতির শঙ্খে; মাদল বাজে, নুপূরের উমতাপে জাগে পুরাণ মৃত্তিকার সোঁদাগন্ধ। কে করেছে মনে আমার পাখিদের কূজন বিহানে একা; শ্রান্ত চরণে ব্যাথার কষ্টকাহন। তুমি কী বদলে যেতে যেতে ভুলে গেছো আমার ধরন; লাঙ্গলের ধাঁরালো ধাতবে ছিঁড়ে যে মাটি খুলেছে দেহভাঁজ; কে তারে করে নির্মাণ, রাখে শীতল হাত; মৃণালে জাগে বোধপাখি; অন্ধকার রাত্রই একা। আমার কান্নার অনুকরণ শিখছে কেউ; তুমুল উদ্দীপনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।