আমাদের কথা খুঁজে নিন

   

খুনি রোবটবিরোধী জনমত বাড়ছে

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, এ ধরনের রোবট মানুষের মধ্যে ভীতি ছড়াতে পারে। ফ্রান্স ওই ধরনের রোবট তৈরি না করার জন্য আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানিয়েছে।
খুনি রোবট বাস্তবে তৈরি না করার পক্ষে বিশ্বব্যাপী ব্যাপক প্রচারণা চলছে। ২১টি দেশ থেকে ৪৪টি বেসরকারি প্রতিষ্ঠান এর বিরুদ্ধে তাদের মত প্রকাশ করেছে।

এ বিষয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রচারণার একজন আয়োজক স্টিভ গুজ বলেন, সরকারের উচিত ভবিষ্যতে এ ধরনের কোনো ডিভাইস তৈরির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা।
সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে সক্ষম যুদ্ধাস্ত্র এখনও তৈরি হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র, য্ক্তুরাজ্য, ইসরাইল, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া দূরনিয়ন্ত্রিত মানুষবিহীন যুদ্ধাস্ত্র ব্যবহার করে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।