আমাদের কথা খুঁজে নিন

   

কচুয়ায় গৃহবধূকে ধর্ষণের পর দেশত্যাগে বাধ্য করার অভিযোগ : ধর্ষককে গ্রেফতার দাবিতে গণঅনশন ।স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

০ ০ ০ ০ ০ ০ ০ ০ বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে সংখ্যালঘু এক গৃহবধূকে ধর্ষণের পর সপরিবারে দেশত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গত রোববার সকালে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গণঅনশন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করে। কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজরা দেলোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে এই গণঅনশন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। গণঅনশনে অংশগ্রহণকারীরা অসুস্থ হয়ে পড়লে কচুয়া হাসপাতালের চিকিত্সক কামরুজ্জামান মুকুল তাদের শরীরে স্যালাইন পুশ করেন। বিকালে জেলা প্রশাসকের নির্দেশে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম গণঅনশনস্থলে এসে এ ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিয়ে তাদের অনশন ভঙ্গ করান।

বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে সংখ্যালঘু এক গৃহবধূকে ধর্ষণের পর সপরিবারে দেশত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফখরুদ্দীন ভাইস-চেয়ারম্যান সাঈদ মেহেদীর বিরুদ্ধে ওই আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের ৮ম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রীকে ভাইস চেয়ারম্যান মেহেদী ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি তার মাছের ঘেরে ডেকে নিয়ে প্রথম ধর্ষণ করে। এর পর থেকে মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে আসছিলেন তিনি। মেহেদী ওই বছর ২৮ মার্চ আবার ছাত্রীকে শহরের একটি হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

ওইদিন মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এসে মেহেদীকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় গত বছরের ২ এপ্রিল মেয়েটি বাদী হয়ে সাঈদ মেহেদীকে আসামি করে সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে। ওই মামলায় সদর থানা পুলিশ একাধিকবার তদন্ত প্রতিবেদন দিলেও বাদী তা প্রত্যাখ্যান করে। বুধবার শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে বাদী পক্ষের আইনজীবী আব্দুল মজিদ জানিয়েছেন। স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

Click Here ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।