আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরের কচুয়ায় ভূমি কর্মকর্তার মাথা ফাটাল ছাত্রলীগের কর্মীরা



সরকারি জায়গায় পাকাঘর নির্মাণের কাজে বাধা দেওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. মোস্তাফিজুর রহমানের মাথা ফাটিয়ে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাঁরা অফিসের প্রয়োজনীয় অনেক ফাইলপত্র তছনছ করেন। আজ সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এসিল্যান্ড কক্ষে ঘটনাটি ঘটেছে। মোস্তাফিজুর রহমান কচুয়া হাসপাতালে চিকিত্সাধীন। মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, কচুয়া পৌর বাজারের সোনালী ব্যাংকের কাছে একটি সরকারি জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছিল।

আজ বিকেলে তিনি তা উচ্ছেদ করেন। এ ঘটনার কিছুক্ষণ পরই এমরান, মামুন, আওলাদসহ ২০-২৫ জন তাঁর অফিসে ঢুকে তাঁকে আক্রমণ করেন। এ সময় তাঁরা রড দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেন। তাঁরা তাঁর বৌ-বাচ্চা মেরে ফেলারও হুমকি দেন। খবর পেয়ে কচুয়ার ইউএনও নুরে আলম সিদ্দিকী আহত মোস্তাফিজুর রহমানকে দেখতে যান।

কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। যারা এসিল্যান্ডকে মারধর করেছে, তাদের মধ্যে এমরান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। আর মামুন ছাত্রলীগের কোনো নেতা বা কর্মী নয়। তবে মামুন যুবলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করে। মামুন উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ইদুর ছেলে।

’ আহসান হাবীব আরও বলেন, ‘এ ঘটনাটি আমরা স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর ও জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রোমানকে জানিয়েছি। এ ঘটনার সঙ্গে যদি ছাত্রলীগের কেউ জড়িত থাকে, তাহলে তাদের দল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন মহীউদ্দীন খান আলমগীর। ’ কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়ুয়া বলেন, আজ সন্ধ্যায় ইউএনও অফিসের এসিল্যান্ডকে মারধর করার ঘটনাটি সত্য। ইউএনওসহ ওই অফিসের লোকজন থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন। অভিযোগ দায়েরের পরই হামলাকারীদের ধরা হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.