আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুর ১ও ২আসন থেকে মনোনয়ন কিনলেন জাহাঙ্গীর

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর ১ ও ২ আসন থেকে মনোনয়ন কিনলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানো আলোচিত সেই মেয়র প্রার্থী গাজীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম।

আজ সকালে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার ভক্ত ও কর্মীবাহীনি জাহাঙ্গীরের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে শ্লোগান দেয়। নেৌকা মার্কার শ্লোগান আর বাদ্যযন্ত্রের তালে তালে উত্সবের নগরী হিসেবে পরিনত হয় গোটা গাজীপুর। পাঁচ শতাধিক গাড়ীযোগে জাহাঙ্গীরে ছবি সংবলিত ফেস্টুন নিয়ে প্রায় বিশ হাজার ভক্ত গাজীপুর থেকে মনোনয়ন কিনার উদ্যেশে ঢাকা রওনা হন।

সকাল দশটায় গাজীপুর ১ ও ২ আসনের প্রার্থী হিসেবে দুইটি মনোনয়ন সংগ্রহ করেন। পরে বেলা চারটার সময় মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা শেষে হাজার হাজার ভক্ত ও কর্মীবাহীনি জাহাঙ্গীরের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে শ্লোগান দিতে দিতে গাজীপুরে ফিরে আসেন।

এবিষয়ে আলোচিত সেই মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন জনগণের সমর্থন ও কেন্দ্রীয় পর্যায় থেকে দলীয় সবুজ সংকেত পেয়েই আমি মনোনয়ন কিনেছি। যে কোন আসন থেকে মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবেন বলে আশাবাদি। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.