আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

গাজীপুর ও টাঙ্গাইলে আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।

গাজীপুর: আজ সকাল পৌনে নয়টার দিকে গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়। আহত হয় অন্তত পাঁচজন।

তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

নাওজোড় মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: আজ ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার ভাতকুড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছে।

নিহত দুজন হলেন ঢাকার সাভারের দেনবাড়ি গ্রামের হালিম (৪৪) ও ঢাকার পল্লবীর জামারা এলাকার নাজিম উদ্দিন (৪৫)। তাঁরা দুজনই ট্রাকের চালক।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দিনাজপুর থেকে চালবোঝাই দুটি ট্রাক নিয়ে হালিম ও নাজিম ঢাকা যাচ্ছিলেন। ভাতকুড়া নামক স্থানে রাস্তার একদিকে তীব্র যানজট থাকায় তাঁরা দুজনই ট্রাক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক হালিম ও নাজিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট কামরুজ্জামান রাজ প্রথম আলো ডটকমকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.