আমাদের কথা খুঁজে নিন

   

জয়তু শচীন, জয়তু ক্রিকেট

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

একটা সময় খেলা পাগল ছিলাম, খেলার জন্য পড়া পর্যন্ত বাদ থাকতো। পাড়ায় প্রথম ফুটবল ক্লাবটি করেছিলাম আমরা তিন বন্ধু- মনির, ফারুক ও আমি মিলে। নাম ছিল আশার আলো ফুটবল ক্লাব।

ওরা দু'জনেই সম্পর্কে আমার চাচা। এক সাথেই বেড়ে ওঠা বলেই বন্ধুত্বের বাঁধন চাচাকে ডিঙিয়ে গেছে। এমন একটা গ্রামে আমাদের জন্ম যেখানে ক্রিকেট তখন ছিল না, জালাই নামে ক্রিকেটের মত একটা খেল, টেনিস বলে খেলতাম। বড় হয়ে দু চার দিন ব্যাট নিয়েছি। কিন্তু ফুটবল নিয়েই আমার যত দুরন্তপনা ছিল।

তবুও ক্রিকেট পছণ্দ করতাম একটু আধটু। সেই সূত্রে বারতে ভারতের আজহার ও শচীনকে ভালো লাগে বা লাগতো। তবে বরাবরই আমার প্রিয় দল বাংলাদেশ বিশ্বকাপে খেলার আগে শ্রীলঙ্কা, পরে বাংলাদেশ তো অবশ্যই। শচীন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনেক কিছু করেছেন। তার বন্দনা দেখছিলাম বিভিন্ন মিডিয়ায়।

কিন্তু খেলোয়াড় হিসাবে তার সাফল্যের চেয়ে ব্যাক্তি জীবনে তার পরিচ্ছন্নতা এবং মাতৃপ্রেম আমাকে আকৃষ্ট করেছে। তাই খেলার ময়দান ছেড়ে গেলেও মনের ময়দানে তিনি অনেক দিন থাকবেন। শুভ হোক আগামী। ভালো কাটুক সামনের দিনগুলোও। জয়তু শচীন, জয়তু ক্রিকেট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।